Bjp Candidate: কোন সিটে প্রার্থী হচ্ছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়? 'স্পষ্ট' হয়ে গেল সব! দুরন্ত চমক বিজেপির
- Published by:Suman Biswas
- news18 bangla
- Reported by:Sujit Bhoumik
Last Updated:
Bjp Candidate: তমলুক লোকসভার বিভিন্ন এলাকায় কলকাতা হাইকোর্টে অবসরপ্রাপ্ত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের পদ্মফুল প্রতীক লিখে দেওয়াল লিখন শুরু হল।
তমলুক: জল্পনাই কি তবে সত্যি হতে চলেছে? তাহলে কি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর জেলায় প্রার্থী হচ্ছেন কলকাতা হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়? পূর্ব মেদিনীপুর জেলার তমলুক লোকসভা আসনে বিজেপি’র প্রার্থী হিসেবে অভিজিতের নাম লেখা থেকেই স্পষ্ট, সেই সম্ভাবনাই বাস্তবে রূপ পেতে চলেছে।
যদিও বিজেপির পক্ষ থেকে তমলুক লোকসভা আসনে কে প্রার্থী হবেন, তা এখনও ঘোষণা করা হয়নি। তবে, সেই অপেক্ষা না করেই তমলুক লোকসভার বিভিন্ন এলাকায় কলকাতা হাইকোর্টে অবসরপ্রাপ্ত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের পদ্মফুল প্রতীক লিখে দেওয়াল লিখন শুরু হল।
advertisement
advertisement
রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিধানসভা কেন্দ্র নন্দীগ্রামের হরিপুরে শুধু নয়, তমলুক সহ বিস্তীর্ণ এলাকায় কলকাতা হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নাম ও পদ্মফুল প্রতীক লিখন শুরু করল স্থানীয় বিজেপি নেতাকর্মীরা।
এখনও বিজেপির পক্ষ থেকে তমলুক আসনে প্রার্থী ঘোষণা হয়নি! কবে প্রার্থী ঘোষণা হবে সেদিকেই তাকিয়ে রয়েছে দলের নেতাকর্মীরা! তমলুক সাংগঠনিক জেলার বিজেপি সাধারণ সম্পাদক তথা বিজেপি নেতা মেঘনাথ পাল বলেন, ”এখনও আনুষ্ঠানিকভাবে প্রার্থী ঘোষণা হয়নি। বিভিন্ন সংবাদ মাধ্যমের খবর দেখে উৎসাহী কর্মী সমর্থকরা দেওয়ার লিখন শুরু করেছে “। যদিও বিষয়টিকে তীব্র কটাক্ষ করছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। নন্দীগ্রাম ১ ব্লকের তৃণমূল কংগ্রেসের সভাপতি বাপ্পাদিত্য গর্গ বলেন ”বিজেপি কোন রাজনৈতিক দল নয়। নন্দীগ্রামে মানুষের মনে জোড়া ফুল রয়েছে! এটা হাস্যকর জায়গায় নিয়ে যাচ্ছে !”
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 08, 2024 3:18 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bjp Candidate: কোন সিটে প্রার্থী হচ্ছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়? 'স্পষ্ট' হয়ে গেল সব! দুরন্ত চমক বিজেপির