এত খারাপ ফল! হয়তো এমন ফলের আশা সংযুক্ত মোর্চার কোনো প্রার্থীই করেননি। তবুও মানুষের রায় তো মেনে নিতেই হয়। রামের উপর আস্থা রাখল না বামেরা। বামেদের সমর্থকরাই কি নিজেদের দলকে ভোট দিয়েছিল! এই প্রশ্নই এখন উঠছে। তা হলে কি বামেদের ভোটও পড়ল তৃণমূলের ঘরে! বিজেপির জয়প্রকাশ মজুমদার বললেন, সুজন চক্রবর্তী, সূর্যকান্ত মিশ্র, আব্বাস সিদ্দিকেরা তো বাংলা থেকে মুছে গেলেন। বাংলায় বামেদের আর কোনও অস্তিত্বই রইল না। বাংলায় এখন বিজেপিই প্রধান বিরোধী। তাই বিজেপি হেরেছে ঠিকই, কিন্তু এখান থেকে আমাদের ঘুরে দাঁড়ানোর রাস্তা আছে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: BJP Bengal, West Bengal Assembly Elecion 2021, West Bengal Election Results 2021