#দুর্গাপুর: সূর্যকান্ত মিশ্রের গলায় শোনা গেল বিজেপি বিরোধী জোট গঠনের সুর৷ এদিন বিরোধী দলনেতা বলেন, বিজেপি, যা আরএসএসের মত একটি ফ্যাসিস্ট সুলভ, একটি সাম্প্রদায়িক শক্তির দ্বারা পরিচালিত হয়। সেইরকম বিজেপির সঙ্গে আর কোনও দলের তুলনা হয় না।
তিনি আরও বলেন, "আমরা (সিপিআইএম) বিজেপি ও কংগ্রেসের মধ্যে সমদূরত্বের লাইন মানি না। আমরা মনে করি না বিজেপি আর কংগ্রেসকে একই সূত্রে বিচার করা যায়। তাই বিজেপির বিরুদ্ধে যে রকম লড়াই করব, কংগ্রেসের সঙ্গে সেরকম লড়াই করব আমরা তা মনে করি না।"নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Suryakanta Mishra, Suryakanta Misra, Suryakanta Misra Reaction