ছাপ্পা ভোটকে কেন্দ্র করে তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তাল মেদিনীপুর
Last Updated:
#মেদিনীপুর: একের ভোট অন্যজন দেওয়ার অভিযোগ উঠল মেদিনীপুরে। ঘটনাটি ঘটেছে মেদিনীপুরের বিদ্যাসাগার বিদ্যাপীঠে, ১৮৭ নম্বর বুথে। তৃণমূলের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ আনে বিজেপি। এই অভিযোগ ঘিরেই দুই দলের কর্মী সমর্থকের মধ্যে বচসা বাঁধে! ক্রমশ তা হাতাহাতি থেকে সংঘর্ষের আকার নেয়। আহত ১ বিজেপিকর্মী। এরপর বিজেপির বুথ অফিস ভাঙচুর চালান হয়! অভিযোগের তির তৃণমুলের দিকে।
দেশজুড়ে চলছে ষষ্ঠ দফার লোকসভা নির্বাচন ৷ রবিবার সকাল থেকেই ভোটগ্রহণকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে রাজ্যের একাধিক জায়গায় ৷ উত্তেজনা ছড়ায় পূর্ব মেদিনীপুরের ময়নাতেও ৷ নোনাকুড়ি প্রাথমিক বিদ্যালয়ে, ১৪১ নম্বর বুথে বিজেপি সমর্থকদের ভোট দিতে বাধা দেওয়ার অভিযোগ ওঠে ৷ অভিযোগের তির তৃণমূলের দিকে ৷ অবশ্য, বিজেপির অভিযোগের বিরুদ্ধে পাল্টা অভিযোগ তোলে রাজ্যের শাসক দলও ৷ তৃণমূলের অভিযোগ, বিজেপি কর্মীরা বাঁশ, লাঠি নিয়ে তাদের কর্মীদের মারধর করেছে ৷ দু’পক্ষের ধস্তাধস্তিতে আহত হয়েছেন বেশ কয়েকজন ৷ পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে আসে বিশাল পুলিশবাহিনী ৷
advertisement
অন্য ভিডিও দেখুন--ভোটের দিন কখনও কোলে বাচ্চা , কখনও ভক্তদের সঙ্গে হাত মেলানো, ঘাটালে বিন্দাস মুডে দেব
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 12, 2019 4:12 PM IST