Birthday Gift: ভাগ্নের জন্মদিনে স্কুলকে বিরাট উপহার মামার! জানলে এই গরমেও আপনি ঠান্ডা হয়ে যাবেন
- Published by:kaustav bhowmick
- hyperlocal
- Reported by:Koushik Adhikary
Last Updated:
Birthday Gift: মুর্শিদাবাদ জেলার বেলডাঙা চক্রের ৩০ নম্বর আণ্ডিরণ প্রাথমিক বিদ্যালয়ে খুব প্রয়োজন ছিল ১১ টা ফ্যানের। বিদ্যালয়ের ডিজিটাল ক্লাসরুমে আটটা ও রিডিং রুমে তিনটে ফ্যান উপার্থে লাগানো হয়েছে
মুর্শিদাবাদ: তীব্র দাবদাহ থেকে বাঁচতে এবার অভিনব উদ্যোগ গ্রহণ করল এক স্কুল পড়ুয়ার পরিবার। ভাগ্নের জন্মদিনে গরমের হাত থেকে বাঁচতে ছোট ছোট শিশুদের জন্য স্কুলকে ১১টি ফ্যান উপহার দিলেন মামা। বেলডাঙার একটি প্রাথমিক বিদ্যালয়ের ঘটনা।
জানা গিয়েছে, মুর্শিদাবাদ জেলার বেলডাঙা চক্রের ৩০ নম্বর আণ্ডিরণ প্রাথমিক বিদ্যালয়ে খুব প্রয়োজন ছিল ১১ টা ফ্যানের। বিদ্যালয়ের ডিজিটাল ক্লাসরুমে আটটা ও রিডিং রুমে তিনটে ফ্যান উপার্থে লাগানো হয়েছে। এই জায়গাগুলোয় ফ্যান না থাকার কারণে গরমে খুব কষ্ট পেতে হচ্ছিল সকলকে। সম্প্রতি স্কুলের পড়ুয়া দেবপ্রিয় দত্ত’র জন্মদিন ছিল। সেই উপলক্ষে ওই পড়ুয়ার পরিবার বিশেষ উদ্যোগ গ্রহণ করে। স্কুলের পক্ষ থেকে ফ্যানের প্রস্তাব করতেই এক কথায় রাজি হয়ে ২০ হাজার টাকা দিয়ে স্কুলের জন্য ১১ টি ফ্যান কিনে দেন ওই পড়ুয়ার মামা সুরজিৎবাবু।
advertisement
আরও পড়ুন: ছবির মত সুন্দর পাহাড়ি গ্রামটা হারিয়ে যাবে!
advertisement
ছাত্রের জন্মদিনে এমন দুর্দান্ত একটি উপহার পেয়ে খুশি স্কুল কর্তৃপক্ষও। গতবছর বিদ্যালয়ের ২২ জন শিশুর জন্মমাসের সঙ্গে দেবপ্রিয়র জন্মদিন পালন করা হয়। স্কুলে খাওয়া দাওয়া ও কেক কেটেই হয় এই জন্মদিন উদযাপন। গোটা ঘটনায় খুশি সকলে।
কৌশিক অধিকারী
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 04, 2024 8:31 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Birthday Gift: ভাগ্নের জন্মদিনে স্কুলকে বিরাট উপহার মামার! জানলে এই গরমেও আপনি ঠান্ডা হয়ে যাবেন