Hooghly News: চিনা মাঞ্জার সুতোয় পাখিদের মরণ ফাঁদ... কত প্রাণ চলে যাচ্ছে অকালে! চিন্তায় পশুপ্রেমীরা
- Published by:Rachana Majumder
- hyperlocal
- Reported by:Rahi Haldar
Last Updated:
দিন কয়েক আগেই ব্যাণ্ডেল গোপীনাথপুরে গাছের মগডালে চিনা সুতোর মধ্যে জড়িয়ে গিয়ে প্রাণ নিয়ে ছটফট করতে থাকে একটি কাক। এই ঘটনা দেখে এগিয়ে আসেন স্থানীয় এক যুবক। নিজের জীবন বাজি রেখে গাছের মগডালে উঠে কাকটিকে উদ্ধার করেন।
হুগলি: নিষিদ্ধ চিনা সুতোর কারণে প্রাণ ওষ্ঠাগত বন্যপ্রাণীদের। সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে এলাকার পাখিরা। শেষ ঘুড়ি ওড়ানোর সময় গিয়েছে সরস্বতী পুজোয়। তারপর থেকে এখনও বিভিন্ন গাছে ঘুড়ির সঙ্গে সুতো লেগে রয়েছে। সেই সুতোগুলোই কাল হয়েছে বন্যপ্রাণী ও পাখিদের। বিভিন্ন গাছের সুতো মধ্যে জড়িয়ে প্রাণ যায় যায় অবস্থা তাদের।
স্থানীয় পশুপ্রেমীদের মতে, আগেও মানুষ ঘুড়ি ওড়াতেন। আগেও গাছে সুতো লেগে থাকত। আগেও পশুপাখিরা ঘুরে বেড়াত। কিন্তু বর্তমানে চায়না মাঞ্জা সুতো এমনই হয়েছে অন্য সুতো যেখানে রোদ জল ঝড় বৃষ্টিতে নষ্ট হয়ে যায়, সেখানে এই সুতো কোনও প্রকারেই নষ্ট হয় না। যার ফলে একেবারে মরণ ফাঁদ তৈরি হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে এই সুতোকে অবৈধ বলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। কিন্তু প্রশাসন কে বুড়ো আঙুল দেখিয়ে এই ধরনের চায়না মানজা সুতোর রমরমা বেড়েই চলেছে। যার ফলস্বরপ নিত্যদিন বিপদের মধ্যে পড়তে হচ্ছে বন্যপ্রাণীদের।
advertisement
advertisement
দিন কয়েক আগেই ব্যাণ্ডেল গোপীনাথপুরে গাছের মগডালে চিনা সুতোর মধ্যে জড়িয়ে গিয়ে প্রাণ নিয়ে ছটফট করতে থাকে একটি কাক। এই ঘটনা দেখে এগিয়ে আসেন স্থানীয় এক যুবক। নিজের জীবন বাজি রেখে গাছের মগডালে উঠে কাকটিকে উদ্ধার করেন। স্থানীয় মানুষদের বক্তব্য, শুধু কাক নয় এইরকম বহু পাখি বিভিন্ন গাছের ডালে সুতোর মধ্যে আটকে পড়ছে। প্রশাসনের কাছে তাদের আর্জি যত শীঘ্র সম্ভব এই ধরনের নিষিদ্ধ ঘুড়ি ওড়ানোর সুতোকে বয়কট করতে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
March 24, 2025 3:55 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Hooghly News: চিনা মাঞ্জার সুতোয় পাখিদের মরণ ফাঁদ... কত প্রাণ চলে যাচ্ছে অকালে! চিন্তায় পশুপ্রেমীরা