Offbeat News: ১৮ বছর ধরে লালনপালনের পর দত্তককন্যার বিয়ে দিলেন তৃতীয় লিঙ্গের এক মা, কুর্নিশ সকলের

Last Updated:

Offbeat News: লক্ষাধিক টাকা খরচ করে পালিত কন্যার বিবাহ দিলেন তৃতীয় লিঙ্গের অভিভাবক।

+
তৃতীয়

তৃতীয় লিঙ্গের অভিভাবক

সৌভিক রায়, বীরভূম: দত্তক কন্যার বিয়ে দিলেন তৃতীয় লিঙ্গের মানুষজন। শুনে অবাক হচ্ছে নিশ্চয়ই। পুরো ঘটনা একদম সত্যি। তীব্র দাবদাহে পুড়ছে বীরভূম-সহ রাজ্যের একাধিক জেলা। ৪৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা চলছে বীরভূমে। যা স্বাভাবিকের থেকে ৬ ডিগ্রি বেশি। ঠিক তারই মাঝে বীরভূমের ময়ূরেশ্বর ১ নম্বর ব্লকের মল্লারপুরে দেখা গেল সমাজের তৃতীয় লিঙ্গ নামে পরিচিত সেই পরিবারের বিবাহ।মল্লারপুরের বাসিন্দা খুশি বেগম হিজড়ে সম্প্রদায়ের এক মা।এক কথায় খুশি বেগমকে ‘বীরভূমের মা’ নামে চেনেন সবাই।
জানা যায় এই খুশি বেগম আজ থেকে ১৮ বছর আগে একটি শিশুকন্যাকে দত্তক নিয়েছিলেন। দীর্ঘ ১৮ বছর মেয়েটির খাওয়া-দাওয়া পড়াশোনা-সহ সমস্ত দায়িত্ব পালন করেন। খুশি বেগম তার মেয়ের নাম রাখে শাবানা খাতুন। এছাড়াও তিনি আরও একটি ছেলের দায়িত্ব নিয়েছেন।মেয়ে শাবানা খাতুনকে উচ্চ মাধ্যমিক পর্যন্ত পড়াশোনা করান এবং অবশেষে এলাকার চার পাঁচশো লোকজনের উপস্থিতিতে তাঁর বিবাহ দেন।
advertisement
খুশি বেগম জানান , “মেয়েকে উচ্চ মাধ্যমিক পড়িয়েছি। তাঁর বিয়ের জন্য একটা ভাল ছেলে দরকার ছিল। তাই ভাল কোম্পানিতে কর্মরত সুপাত্রের সন্ধান পেয়েছিলাম।ছেলের বাড়ি বর্ধমান জেলার কেতুগ্রামে।আজ যতটা সম্ভব এলাকার মানুষের সহযোগিতায় মেয়ের বিয়ে দিলাম। তাঁদের বিবাহিত জীবন সুখের হোক এই কামনা করি। শুধু নিজের গর্ভে ধারণ করা ছেলে মেয়ে থাকলেই মা-বাবা হওয়া যায়. সেটা নয়। আজ তার প্রমাণ দিলেন খুশি বেগম।
advertisement
advertisement
আরও পড়ুন : তরমুজের বীজও খেয়ে ফেলছেন? কতটা ক্ষতি হচ্ছে শরীরের? কী হয় এর বীজ পেটে গেলে? জানুন বিশদে
প্রতিবেশীদের বক্তব্য, এই খুশি বেগমরা ১০-১২ জন একটা বাড়িতে দীর্ঘদিন থেকে বসবাস করছেন মল্লারপুরে। তাঁদের দেখে সমাজের অনেক মানুষ অনেক কথা বলেন। তাঁরা খুব কষ্ট করে প্রতিটা বাড়িতে, ট্রেনে ,বাসে আবার কখনও রাস্তায় দাঁড়িয়ে টাকা তোলে এবং এই টাকা দিয়ে বিভিন্ন সমাজসেবার কাজে খরচ করেন শুনেছিলাম। কিন্তু আজ তার প্রমাণ চোখে দেখলাম ৬-৭ লক্ষ টাকা খরচ করে দত্তক মেয়ের বিয়ে দিচ্ছেন এবং ৪০০ থেকে ৫০০ জন লোককে খাওয়া দাওয়া করাচ্ছেন-এটা শিক্ষণীয়।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Offbeat News: ১৮ বছর ধরে লালনপালনের পর দত্তককন্যার বিয়ে দিলেন তৃতীয় লিঙ্গের এক মা, কুর্নিশ সকলের
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement