Birbhum News: সাতসকালে এ কী কাণ্ড! ঘুম থেকে উঠেই গ্রামবাসীরা যা দেখল, তোলপাড় গোটা এলাকা

Last Updated:

Birbhum News: আগামীকাল যশপুর পঞ্চায়েতের সালুঞ্চি গ্রামে মিলন মেলায় আসছেন কাজল শেখ । তাঁর আসার ২৪ ঘণ্টা আগেই দলীয় অঞ্চল সভাপতির বিরূদ্ধে  দুর্নীতির অভিযোগ তুলে পোষ্টার পড়ল এলাকায় ।

 বীরভূম:  তৃণমূল অঞ্চল সভাপতি ও গ্রামপঞ্চায়েতের উপপ্রধানের বিরূদ্ধে গ্রামের বিভিন্ন জায়গায় পড়ল পোষ্টার। গ্রাম পঞ্চায়েতের দেওয়ালেও পড়েছে পোস্টার। তৃণমূলের অঞ্চল সভাপতি ও গ্রামপঞ্চায়েতের উপপ্রধানের বিরূদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে পোষ্টার পড়ল বীরভূমের দুবরাজপুরের যশপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় । আজ সকালে বীরভূম জেলার দুবরাজপুর ব্লকের যশপুর পঞ্চায়েতের পছিয়াড়া ও যশপুর গ্রামে তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি ও ওই গ্রামপঞ্চায়াতের উপপ্রধানের বিরূদ্ধে পোষ্টারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে । পঞ্চায়েত নির্বাচনের আগে অঞ্চল সভাপতির বিরূদ্ধেও পোষ্টার পড়েছিল । এখন আবারও পড়ল । এবার এই পোষ্টারে সাংসদ শতাব্দী রায় ও সদ্য নির্বাচিত জেলা পরিষদের সভাধিপতি দুর্নীতি মুক্তির হিরো কাজল শেখ-কে লেখা হয়েছে ।
আগামীকাল যশপুর পঞ্চায়েতের সালুঞ্চি গ্রামে মিলন মেলায় আসছেন কাজল শেখ । তাঁর আসার ২৪ ঘণ্টা আগেই দলীয় অঞ্চল সভাপতির বিরূদ্ধে  দুর্নীতির অভিযোগ তুলে পোষ্টার পড়ল এলাকায় । এই পোষ্টারে শুধু অঞ্চল সভাপতির বিরূদ্ধে অভিযোগ নয়, যশপুর পঞ্চায়েতের বর্তমান উপপ্রধান পরিমল সৌ এর বিরূদ্ধেও লেখা রয়েছে । এখানে লেখা আছে , ‘ কোনও আলোচনা ছাড়াই অঞ্চল সভাপতি রাজার রাজত্বে এগিয়ে চলছে । মাত্র দু’জন মিলে পঞ্চায়েত চালাচ্ছে । এটার কি কোনও তদন্ত হবে না??? ‘
advertisement
advertisement
অঞ্চল সভাপতি কাঞ্চন এর নাম করে আরও লেখা রয়েছে , ‘ একজন মারুতি ড্রাইভার হয়ে ৮ বছরে গাড়ি, বাড়ি, জমি, জায়গা, খাস জমি নিজের নামে করা, আম বাগান কী করে হয় ? শুধুমাত্র স্বজন পোষণের জন্য দলের সংগঠন যে আপনার জন্য শেষ হয়ে যাচ্ছে সেটা কী আপনার দূর্বলতা নয়?? তাছাড়াও জিও ফাইবারের ১০ লক্ষ টাকা, জি টাওয়ারের কমিশন তাঁদের পকেটে ঢুকছে এটা কী পঞ্চায়েত বুঝছে না ? ‘ যশপুর পঞ্চায়েতের উপ প্রধান পরিমল সৌ জানান , ” আমি এইমাত্র শুনলাম , এখনও দেখিনি । এটা দুষ্কৃতীদের কাজ আছে । দলের উপর নেতৃত্বকে বিষয়টি জানানো হয়েছে । এবার এই বিষয়ে দল যা সিদ্ধান্ত নেবে তাই হবে । “
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Birbhum News: সাতসকালে এ কী কাণ্ড! ঘুম থেকে উঠেই গ্রামবাসীরা যা দেখল, তোলপাড় গোটা এলাকা
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement