Birbhum News: সাতসকালে এ কী কাণ্ড! ঘুম থেকে উঠেই গ্রামবাসীরা যা দেখল, তোলপাড় গোটা এলাকা
- Published by:Riya Das
- news18 bangla
- Written by:Supratim Das
Last Updated:
Birbhum News: আগামীকাল যশপুর পঞ্চায়েতের সালুঞ্চি গ্রামে মিলন মেলায় আসছেন কাজল শেখ । তাঁর আসার ২৪ ঘণ্টা আগেই দলীয় অঞ্চল সভাপতির বিরূদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে পোষ্টার পড়ল এলাকায় ।
বীরভূম: তৃণমূল অঞ্চল সভাপতি ও গ্রামপঞ্চায়েতের উপপ্রধানের বিরূদ্ধে গ্রামের বিভিন্ন জায়গায় পড়ল পোষ্টার। গ্রাম পঞ্চায়েতের দেওয়ালেও পড়েছে পোস্টার। তৃণমূলের অঞ্চল সভাপতি ও গ্রামপঞ্চায়েতের উপপ্রধানের বিরূদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে পোষ্টার পড়ল বীরভূমের দুবরাজপুরের যশপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় । আজ সকালে বীরভূম জেলার দুবরাজপুর ব্লকের যশপুর পঞ্চায়েতের পছিয়াড়া ও যশপুর গ্রামে তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি ও ওই গ্রামপঞ্চায়াতের উপপ্রধানের বিরূদ্ধে পোষ্টারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে । পঞ্চায়েত নির্বাচনের আগে অঞ্চল সভাপতির বিরূদ্ধেও পোষ্টার পড়েছিল । এখন আবারও পড়ল । এবার এই পোষ্টারে সাংসদ শতাব্দী রায় ও সদ্য নির্বাচিত জেলা পরিষদের সভাধিপতি দুর্নীতি মুক্তির হিরো কাজল শেখ-কে লেখা হয়েছে ।
আগামীকাল যশপুর পঞ্চায়েতের সালুঞ্চি গ্রামে মিলন মেলায় আসছেন কাজল শেখ । তাঁর আসার ২৪ ঘণ্টা আগেই দলীয় অঞ্চল সভাপতির বিরূদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে পোষ্টার পড়ল এলাকায় । এই পোষ্টারে শুধু অঞ্চল সভাপতির বিরূদ্ধে অভিযোগ নয়, যশপুর পঞ্চায়েতের বর্তমান উপপ্রধান পরিমল সৌ এর বিরূদ্ধেও লেখা রয়েছে । এখানে লেখা আছে , ‘ কোনও আলোচনা ছাড়াই অঞ্চল সভাপতি রাজার রাজত্বে এগিয়ে চলছে । মাত্র দু’জন মিলে পঞ্চায়েত চালাচ্ছে । এটার কি কোনও তদন্ত হবে না??? ‘
advertisement
advertisement
আরও পড়ুন- দুঃসংবাদ! ছেড়ে চলে গেল আদরের বোন, প্রিয়জনকে হারিয়ে শোকে পাথর ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক
অঞ্চল সভাপতি কাঞ্চন এর নাম করে আরও লেখা রয়েছে , ‘ একজন মারুতি ড্রাইভার হয়ে ৮ বছরে গাড়ি, বাড়ি, জমি, জায়গা, খাস জমি নিজের নামে করা, আম বাগান কী করে হয় ? শুধুমাত্র স্বজন পোষণের জন্য দলের সংগঠন যে আপনার জন্য শেষ হয়ে যাচ্ছে সেটা কী আপনার দূর্বলতা নয়?? তাছাড়াও জিও ফাইবারের ১০ লক্ষ টাকা, জি টাওয়ারের কমিশন তাঁদের পকেটে ঢুকছে এটা কী পঞ্চায়েত বুঝছে না ? ‘ যশপুর পঞ্চায়েতের উপ প্রধান পরিমল সৌ জানান , ” আমি এইমাত্র শুনলাম , এখনও দেখিনি । এটা দুষ্কৃতীদের কাজ আছে । দলের উপর নেতৃত্বকে বিষয়টি জানানো হয়েছে । এবার এই বিষয়ে দল যা সিদ্ধান্ত নেবে তাই হবে । “
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
September 17, 2023 4:26 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Birbhum News: সাতসকালে এ কী কাণ্ড! ঘুম থেকে উঠেই গ্রামবাসীরা যা দেখল, তোলপাড় গোটা এলাকা