School: বজ্রপাতের কোপ! রাজনগর স্কুলে ১৮ ফ্যান বিকল, গরমে হাঁসফাঁস অবস্থা পড়ুয়াদের

Last Updated:

Thunderstorm- একদিকে টানা বৃষ্টি। তার সঙ্গে বজ্রপাতের কারণে চরম পরিনতি। তবে বজ্রপাতের দাপটে কার্যত নাজেহাল অবস্থা রাজনগরের। সবচেয়ে বিপাকে পড়েছে রাজনগর উচ্চ বিদ্যালয়। প্রবল বজ্রপাতের জেরে নষ্ট হয়ে গিয়েছে স্কুলের ১৮টি ফ্যান।

+
শ্রেণিকক্ষে

শ্রেণিকক্ষে তীব্র গরমের মধ্যে কষ্ট পাচ্ছে ছাত্রছাত্রীরা।

বীরভূম: একদিকে টানা বৃষ্টি। তার সঙ্গে বজ্রপাতের কারণে চরম পরিনতি। তবে বজ্রপাতের দাপটে কার্যত নাজেহাল অবস্থা রাজনগরের। সবচেয়ে বিপাকে পড়েছে রাজনগর উচ্চ বিদ্যালয়। প্রবল বজ্রপাতের জেরে নষ্ট হয়ে গিয়েছে স্কুলের ১৮টি ফ্যান। এর জেরে শ্রেণিকক্ষে তীব্র গরমের মধ্যে কষ্ট পাচ্ছে ছাত্রছাত্রীরা। পঠনপাঠন কার্যত ব্যাহত হচ্ছে গরমের চাপে।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কৌশিক দত্ত জানিয়েছেন, ক্রমাগত বজ্রপাতের কারণে আমাদের স্কুলের ১৮টি ফ্যান অকেজো হয়ে পড়েছে। আবহাওয়া অত্যন্ত গরম। এমন অবস্থায় ফ্যান ও আলো না থাকলে ক্লাস চালানো অসম্ভব হয়ে উঠছে। মিস্ত্রি ডেকে দ্রুত ফ্যান মেরামতির কাজ শুরু হয়েছে। বিডিও সাহেবকেও বিষয়টি জানানো হয়েছে। উনার তরফ থেকেও ইতিবাচক আশ্বাস পেয়েছি।
advertisement
ফ্যান নষ্ট হওয়ার পাশাপাশি বজ্রপাতের সময় পড়ুয়াদের নিরাপত্তার বিষয়েও কড়া ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রতিটি ক্লাসে সতর্কতামূলক নোটিশ ঝুলিয়ে দেওয়া হয়েছে। পড়ুয়াদের বাইরে না যাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে নিয়মিত।
advertisement
আরও পড়ুন- এসি চলবে, কিন্তু বিল আসবে ফ্যান চলার মতো! এসির ঘরে করতে হবে ‘ছোট্ট’ এই কাজ
দশম শ্রেণীর ছাত্র খান আদিল জানিয়েছে, হঠাৎ বাজ পড়তেই প্রবল আওয়াজে আমরা খুব ভয় পেয়ে যাই। পরে দেখি স্কুলের সব ফ্যান নষ্ট হয়ে গিয়েছে। গরমে ক্লাস করা এখন খুব কষ্টের হয়ে দাঁড়িয়েছে।
advertisement
এখন দ্রুত ফ্যান মেরামতির অপেক্ষায় গোটা বিদ্যালয়। কারণ, গরমের প্রকোপে পাঠদান কার্যক্রম কার্যত বিপর্যস্ত। শিক্ষা নিয়ে যাতে সমস্যা না হয়, সেই লক্ষ্যে কাজ চালাচ্ছে স্কুল কর্তৃপক্ষ।
সুদীপ্ত গড়াই
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
School: বজ্রপাতের কোপ! রাজনগর স্কুলে ১৮ ফ্যান বিকল, গরমে হাঁসফাঁস অবস্থা পড়ুয়াদের
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement