Birbhum News: রামপুরহাটবাসীর দীর্ঘ অপেক্ষার অবসান! ৯ বছর পর ফের খুলছে ‘রক্তকরবী’র দরজা, দিনক্ষণ জানিয়ে দিলেন বিধায়ক
- Reported by:Souvik Roy
- hyperlocal
- Published by:Sneha Paul
Last Updated:
Birbhum News: মোট ১৮ টি ওয়ার্ড নিয়ে গঠিত রামপুরহাট শহর। এই শহরেরই একমাত্র সাংস্কৃতিক মঞ্চ 'রক্তকরবী', যা প্রায় ৯ বছর ধরে বন্ধ অবস্থায় পড়ে রয়েছিল। সেই বন্ধ দরজা এবার খুলতে চলেছে।
বীরভূম, সৌভিক রায়ঃ সময়টা নেহাত কম নয়, ১-২ বছর করতে করতে আজ প্রায় ৯ বছরে হয়ে গিয়েছে। রামপুরহাটবাসীর এই দীর্ঘ অপেক্ষার অবসান হতে চলেছে। ফিরছে সাংস্কৃতিক প্রাণকেন্দ্র ‘রক্তকরবী’, আগামী ৩০ ডিসেম্বর আনুষ্ঠানিক উদ্বোধন।
রামপুরহাট শহরের সংস্কৃতিপ্রেমী মানুষদের জন্য বহু প্রতীক্ষিত সুখবর। দীর্ঘ প্রায় ন’বছর ধরে বন্ধ থাকার পর অবশেষে আগামী ৩০ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে রামপুরহাটের একমাত্র সাংস্কৃতিক মঞ্চ ‘রক্তকরবী’র উদ্বোধন হতে চলেছে। এই সাংস্কৃতিক মঞ্চ খুলে দেওয়ার দাবিতে বহু আন্দোলন বিক্ষোভ করেছেন সংস্কৃতিপ্রেমী মানুষেরা। অবশেষে সেই দীর্ঘ বিক্ষোভের সুফল মিলতে চলেছে।
আরও পড়ুনঃ শীতে ডুয়ার্স ভ্রমণ জমে ক্ষীর! ফুটফুটে শাবক নিয়ে রামসাইয়ে হাজির মা গণ্ডার, পর্যটক মহলে খুশির আমেজ
পশ্চিমবঙ্গ বিধানসভার ডেপুটি স্পিকার ডক্টর আশিস বন্দ্যোপাধ্যায় জানান, “আধুনিকীকরণের সমস্ত কাজ প্রায় সম্পূর্ণ হওয়ায় নতুন রূপে আবার সাংস্কৃতিক কর্মকাণ্ডে মুখরিত হতে চলেছে এই ঐতিহ্যবাহী পুরমঞ্চ। রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত নাটকের নামানুসারে নামাঙ্কিত ‘রক্তকরবী’ মঞ্চ বহু সাংস্কৃতিক ঘটনার নীরব সাক্ষী।”
advertisement
advertisement
১৯৯৫ সালে টাউন হল কর্তৃপক্ষের দান করা প্রায় ১৫ কাঠা জমিতে তৎকালীন গ্রন্থাগার মন্ত্রী তপন রায় এই পুরমঞ্চ নির্মাণের শিলান্যাস করেন। দীর্ঘ ১৪ বছর পর, ২০০৯ সালের ২২ ফেব্রুয়ারি প্রখ্যাত চিত্রপরিচালক তরুণ মজুমদার অসম্পূর্ণ অবস্থায় মঞ্চের উদ্বোধন করেন। সেই সময় ৫২৬ আসন বিশিষ্ট হলেও আলো, সাউন্ড সিস্টেম ও অন্যান্য আধুনিক পরিকাঠামোর অভাবে নানা সমস্যার মধ্যেই পথচলা শুরু হয়।
advertisement
২০১৬ সালে পুরসভা উদ্যোগ নিয়ে মঞ্চটিকে আধুনিক মানের করে তোলার কাজ শুরু হলেও আর্থিক সংকটের কারণে সংস্কার মাঝপথেই বন্ধ হয়ে যায়। এরপর দীর্ঘ ৯ বছর তালাবন্ধ অবস্থায় পড়ে থাকে রামপুরহাটের এই একমাত্র সাংস্কৃতিক মঞ্চ। এই সময়ে একাধিকবার সংস্কৃতিপ্রেমী মানুষজন আন্দোলনে নামেন এবং সংবাদমাধ্যমে উঠে আসে ‘রক্তকরবী’র বেহাল অবস্থার কথা। পরবর্তীতে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপে ফের গতি পায় সংস্কারের কাজ।
advertisement
মন্ত্রী ফিরহাদ হাকিমের মাধ্যমে ‘রক্তকরবী’র বেহাল দশার কথা জানানো হলে মুখ্যমন্ত্রীর নির্দেশে দ্রুত কাগজপত্র তৈরি করে উন্নয়নের কাজ শুরু হয়। সাংসদ শতাব্দী রায় সাংসদ তহবিল থেকে প্রথমে ৬৬ লক্ষ টাকা এবং পরে আরও ৯৫ লক্ষ ৯৩ হাজার টাকা বরাদ্দ করেন। বর্তমানে মঞ্চে সেন্ট্রাল এসি, আধুনিক লাইট, উন্নত সাউন্ড সিস্টেম, পুশিং চেয়ার, অগ্নিনির্বাপণ ব্যবস্থা, ফলস সিলিং ও ওয়ালপেপারের কাজ প্রায় সম্পূর্ণ। বসার আসনের শেষ পর্যায়ের কাজ শেষ হলেই পুরোপুরি প্রস্তুত হয়ে যাবে ‘রক্তকরবী’।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
রামপুরহাটের বিধায়ক তথা পশ্চিমবঙ্গের ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায় জানান, “আর দেরি নয়, যে কোনও ভাবেই ডিসেম্বরের মধ্যেই রক্তকরবী চালু করতে হবে। আগামী ৩০ ডিসেম্বর আনুষ্ঠানিক উদ্বোধনের মাধ্যমে মঞ্চ খুলে যাবে এবং আবার সাংস্কৃতিক অনুষ্ঠানের দরজা খুলবে।”
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Birbhum,West Bengal
First Published :
Dec 27, 2025 1:12 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Birbhum News: রামপুরহাটবাসীর দীর্ঘ অপেক্ষার অবসান! ৯ বছর পর ফের খুলছে ‘রক্তকরবী’র দরজা, দিনক্ষণ জানিয়ে দিলেন বিধায়ক







