ফুটবল ম্যাচে হার-জিত ঘিরে বীরভূমে ধুন্ধুমার! ঝামেলা-মারধরে আহত ৫, প্রভাবশালী নেতার ভাইপোও কাঠগড়ায়
- Published by:Sneha Paul
- local18
- Reported by:Supratim Das
Last Updated:
Birbhum Football Match Fight: ফুটবল খেলায় হার জিত কেন্দ্র করে বীরভূমের দুবরাজপুরে ঝামেলা, মারধর। আহত ৫ জন। অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে দুবরাজপুর থানার সামনে বিক্ষোভ ও ১৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ করা হয়
দুবরাজপুর, বীরভূম, সুপ্রতিম দাসঃ ফুটবল খেলায় হার জিত ঘিরে ধুন্ধুমার কাণ্ড। বীরভূমের দুবরাজপুরে ঘটল ঝামেলা, মারধরের ঘটনা। আহত হয়েছেন ৫ জন। জানা যাচ্ছে, অভিযুক্ত বীরভূমের দুবরাজপুর পুরসভার তৃণমূল চেয়ারম্যানের ভাইপো সহ বেশ কয়েকজন।
এদিনের এই ঘটনার জেরে অভিযুক্তদের গ্রেফতাদের দাবিতে দুবরাজপুর থানার সামনে বিক্ষোভ ও ১৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ করা হয়। ঘটনাস্থলে হাজির হয় বিশাল পুলিশ বাহিনী।
আরও পড়ুনঃ প্যান্ডেল নাকি দৈত্যাকার গিরগিটি! মেদিনীপুরের পুজোয় বড় চমক, কোথায় গেলে দেখা যাবে এই মণ্ডপ?
জানা গিয়েছে, বীরভূমের সদাইপুরের বাঁধেরশোল গ্রামে ফুটবল টুর্নামেন্টের খেলা ছিল। সেখানে কোয়ার্টার ফাইনালে দুবরাজপুরের নায়কপাড়া ও দুবরাজপুরের বাউরীপাড়ার মধ্যে খেলা হয় এবং নায়কপাড়া সেখানে হেরে যায়। এরপর ওই ফুটবল খেলার মাঠেই কথা কাটাকাটিতে জড়িয়ে পড়ে দুই দল। সেখানেই আবার সবকিছু মিটে যায়।
advertisement
advertisement
পরে দুবরাজপুরের বাউরীপাড়া ফাইনালে ট্রফি জিতে যখন বাড়ি ফিরছিল, তখন দুবরাজপুরের সাতকেন্দুরী মোড়ের কাছে নায়কপাড়ার ছেলেরা তাঁদের বেধড়ক মারধর করেন বলে অভিযোগ। এর জেরে বেশ কয়েকজন আহত হয়েছেন। যার মধ্যে একজন হাসপাতালে ভর্তি। দুবরাজপুর পুরসভার তৃণমূল চেয়ারম্যানের ভাইপো সহ বেশ কয়েকজনের দিকে অভিযোগের তীর। জানা যাচ্ছে, দুবরাজপুর থানার পুলিশ তাঁদের গ্রেফতার করেছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
September 19, 2025 11:38 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
ফুটবল ম্যাচে হার-জিত ঘিরে বীরভূমে ধুন্ধুমার! ঝামেলা-মারধরে আহত ৫, প্রভাবশালী নেতার ভাইপোও কাঠগড়ায়