Birbhum News: বীরভূমে গোপন অভিযান পুলিশের, খোঁজ ‘নকল নম্বর প্লেট তৈরির কারখানা’র! মেশিন, হার্ডডিস্ক-সহ ধৃত যুবক
- Published by:Madhab Das
- hyperlocal
- Reported by:Sudipta Garain
Last Updated:
Birbhum News: গোপন সূত্রে খবর পাওয়ার পর বৃহস্পতিবার পুলিশ ওই দোকানে আকস্মিক অভিযান চালায়। সেখানে ঢুকে দেখা যায়, বিভিন্ন ছোট-বড় গাড়ির নম্বর প্লেট বেআইনিভাবে তৈরি হচ্ছে।
দুবরাজপুর, বীরভূম, সুদীপ্ত গড়াই: বেআইনি ভাবে গাড়ির নম্বর পাঞ্চ করার অভিযোগে দুবরাজপুরের সাতকেন্দুরি মোড়ে অবস্থিত ‘রাহুল রেডিয়াম সেন্টার’ নামের একটি দোকানে হানা দিয়ে বৃহস্পতিবার এক যুবককে গ্রেফতার করল দুবরাজপুর থানার পুলিশ। ধৃত যুবকের নাম শেখ রাহুল।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সূত্রে খবর পাওয়ার পর বৃহস্পতিবার পুলিশ ওই দোকানে আকস্মিক অভিযান চালায়। সেখানে ঢুকে দেখা যায়, বিভিন্ন ছোট-বড় গাড়ির নম্বর প্লেট বেআইনিভাবে তৈরি হচ্ছে। দোকান থেকে উদ্ধার হয় নম্বর পাঞ্চ করার একাধিক মেশিন, বেশ কিছু নকল নম্বর প্লেট এবং একটি হার্ডডিস্ক। হার্ডডিস্কে নম্বর তৈরির রেকর্ড ও ডেটা থাকার সম্ভাবনা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
advertisement
advertisement
পুলিশ সূত্রে আরও জানা গেছে, দীর্ঘদিন ধরেই এই দোকানে অবৈধভাবে গাড়ির নম্বর তৈরি হচ্ছিল বলে সন্দেহ ছিল। অবশেষে গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে এই চক্রের কার্যকলাপ সামনে আসে। ঘটনায় শেখ রাহুলকে গ্রেফতার করে থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছে বীরভূমের দুবরাজপুর থানার পুলিশ। ঘটনা প্রকাশ্যে আসতেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। বেআইনি নম্বর প্লেট তৈরির পিছনে আরও কোনও দালাল বা গোষ্ঠী জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখছে দুবরাজপুর থানার তদন্তকারীরা।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার বেআইনিভাবে নম্বর প্লেট তৈরি করার অভিযোগে ধৃত শেখ রাহুলকে দুবরাজপুর আদালতে তোলা হবে। পরবর্তীতে পুলিশ এই ঘটনার সঙ্গে অন্য আর কোনও চক্র জড়িয়ে রয়েছে কিনা তা খতিয়ে দেখার কাজ করবে। পাশাপাশি খতিয়ে দেখা হবে এই ধরনের কাজের জন্য যে সকল যন্ত্রপাতি বা আসবাবপত্র প্রয়োজন তা কোথায় থেকে পেয়েছিল ঘটনায় ধৃত যুবক।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Birbhum,West Bengal
First Published :
November 21, 2025 10:26 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Birbhum News: বীরভূমে গোপন অভিযান পুলিশের, খোঁজ ‘নকল নম্বর প্লেট তৈরির কারখানা’র! মেশিন, হার্ডডিস্ক-সহ ধৃত যুবক

