Birbhum News: কুয়াশায় ঢাকল বীরভূম, ব্যাহত যান চলাচল

Last Updated:

মঙ্গলবার সকাল থেকে একেবারে কুয়াশায় ঢেকে যায় বীরভূমের অধিকাংশ জায়গা। কুয়াশার তীব্রতা এতটাই যে স্বাভাবিক দৃশ্যমান্যতা কমে যায়। যার ফলে যান চলাচলের ক্ষেত্রেও ব্যাপক প্রভাব পড়তে দেখা যায় বিভিন্ন জায়গায়।

কুয়াশায় মোড়া
কুয়াশায় মোড়া
#বীরভূম: মঙ্গলবার সকালে কুয়াশার চাদরে ঢেকেছিল বীরভূম। সোমবার সকাল বেলায় হালকা কুয়াশা দেখা গিয়েছিল বীরভূমের বিভিন্ন জায়গায়। এরপর রাত থেকে কুয়াশার তীব্রতা বাড়তে থাকে। আর মঙ্গলবার সকাল থেকে একেবারে কুয়াশায় ঢেকে যায় বীরভূমের অধিকাংশ জায়গা। কুয়াশার তীব্রতা এতটাই যে স্বাভাবিক দৃশ্যমান্যতা কমে যায়। যার ফলে যান চলাচলের ক্ষেত্রেও ব্যাপক প্রভাব পড়তে দেখা যায় বিভিন্ন জায়গায়।
সবথেকে বেশি কুয়াশার দাপট দেখা যায় সিউড়ি, মহম্মদ বাজার, দুবরাজপুর, বোলপুর, রামপুরহাট সহ অধিকাংশ জায়গাতেই। যানবাহন চালকরা জানান কুয়াশার তীব্রতা দেখা যায় সোমবার রাত আটটা থেকেই। সেই সময় থেকেই তাদের গাড়ি চলাচলের ক্ষেত্রে খুব অসুবিধার সম্মুখীন হতে হচ্ছিল। মঙ্গলবার সকালবেলায় সেই কুয়াশার পরিমাণ অনেক বেড়ে যায়। তবে কুয়াশার পরিমাণ বাড়লেও নতুন বছরে জাঁকিয়ে শীত উপভোগ করছে জেলাবাসী।
advertisement
শ্রীনিকেতন হওয়া অফিসের তরফ থেকে এদিন আবহাওয়া সংক্রান্ত যে রিপোর্ট পেশ করা হয়েছে তাতে বলা হয়েছে, মঙ্গলবার দিনের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২ ডিগ্রি সেলসিয়াস। কুয়াশার দাপট থাকলেও স্বাভাবিকের তুলনায় তা এক ডিগ্রি বেশি। অন্যদিকে সোমবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৩.৮ ডিগ্রি সেলসিয়াস। এই তাপমাত্রা স্বাভাবিক বলেই জানানো হয়েছে।
advertisement
advertisement
শ্রীনিকেতন হওয়া অফিসের তরফ থেকে। আগেই পূর্বাভাসে জানানো হয়েছিল মঙ্গলবার কুয়াশার দাপট দেখা যাবে বীরভূমের বিস্তীর্ণ এলাকায়। সেই পূর্বাভাসকে সত্যি করেই এদিন সকাল থেকে তীব্র কুয়াশা দেখা যায়। এর পাশাপাশি হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে, বৃহস্পতিবার পর্যন্ত বীরভূমের আকাশ পরিষ্কার থাকবে এবং কুয়াশার দাপট দেখতে পাওয়া যাবে।
Madhab Das
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Birbhum News: কুয়াশায় ঢাকল বীরভূম, ব্যাহত যান চলাচল
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement