Anubrata Mondal- Kajol Sheikh: ‘কেষ্টদা আমার রাজনৈতিক গুরু’, বললেন কাজল! বীরভূমের রাশ থাকল কোর কমিটির হাতেই
- Published by:Ratnadeep Ray
- news18 bangla
- Reported by:ABIR GHOSHAL
Last Updated:
Birbhum District core committee meet: বীরভূমে শনিবার বৈঠকে বসেছিলেন অনুব্রত মণ্ডল এবং কোর কমিটির সদস্যরা। অনুব্রত বীরভূমে ফিরে এই প্রথম একসঙ্গে বৈঠকে অনুব্রত মণ্ডল-কাজল শেখ!
বীরভূম: বীরভূমে শনিবার বৈঠকে বসেছিলেন অনুব্রত মণ্ডল এবং কোর কমিটির সদস্যরা। অনুব্রত বীরভূমে ফিরে এই প্রথম একসঙ্গে বৈঠকে অনুব্রত মণ্ডল-কাজল শেখ! বৈঠক নিয়ে প্রথম থেকেই উত্তেজনা ছিল চরমে। বৈঠক শেষে কোর কমিটিতে সঙ্গে যুক্ত হল অনুব্রতর নাম।
বৈঠকের প্রধান আকর্ষণ ছিল বীরভূমের জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ এবং অনুব্রতর মেলবন্ধন। এদিন বৈঠক শেষে কাজল শেখের মুখে শোনা গেল অনুব্রত বন্দনা, সেই সঙ্গে একসঙ্গে চলার বার্তা। কাজল শেখ এদিনের বৈঠকের পরে বলেন, “কেষ্টদা আমার রাজনৈতিক গুরু, রাজনৈতিক অভিভাবক। তাঁর হাত ধরেই রাজনীতিতে আসা, কোথাও কোনও দ্বন্দ্ব নেই, একসঙ্গে কাজ করতে হবে, একসঙ্গে চলব”।
advertisement
advertisement
দু’দিকে তিনজন করে কোর কমিটির মোট ছয় সদস্য অনুব্রতকে মধ্যমণি করে বসেছিলেন। সম্পূর্ণ বৈঠকে যদিও অনুব্রত স্বল্প সময়ে কথা বলেন। তিনি বলেন, “তোরা ৬ জন ছিলি, আমায় নিয়ে ৭ জন হল। নিচু তলায় কাজ করা বেশি প্রয়োজন। তোদের সঙ্গে মিলে দলের উপরমহল যে রকম সিদ্ধান্ত নেবে সেই রকম কাজ করব”।
advertisement
কোর কমিটির বৈঠক নিয়ে অন্যতম সদস্য বিকাশ রায়চৌধুরী বলেন, “সুন্দর আলোচনা হয়েছে, সবাই নিজের মতামত প্রকাশ করেছেন। এবার জেলায় ঝাঁপিয়ে পড়বে, কোর কমিটিতে যার যা দায়িত্ব ছিল, তারা সেটা পালন করবে। সংগঠন শক্তিশালী হবে আমাদের আরও”।
advertisement
বীরভূম তৃণমূলের বরাবর শক্তিশালী দুর্গ। অনুব্রত থাকাকালীন তা যেমন শক্তিশালী ছিল, অনুব্রতের জেলে যাওয়ার সময়েও দায়িত্ব নিয়ে সেই দুর্গ আগলে রেখেছেন কাজল শেখ-সহ কোর কমিটির সদস্যরা। আগামী ১৫ ডিসেম্বর বীরভূম জেলার কোর কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে। সেই বৈঠক হবে রামপুরহাটে, আসিস বন্দ্যোপাধ্যায়ের তত্ত্বাবধানে। এছাড়াও বৈঠকে সিদ্ধান্ত হয়, প্রত্যেক কোর কমিটির বৈঠকেই থাকবেন অনুব্রত মণ্ডল।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 16, 2024 6:04 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Anubrata Mondal- Kajol Sheikh: ‘কেষ্টদা আমার রাজনৈতিক গুরু’, বললেন কাজল! বীরভূমের রাশ থাকল কোর কমিটির হাতেই