বীরভূমের পাড়ুইয়ের ছেলে কীভাবে ভারতে জেএমবির প্রধান হয়ে উঠল?

Last Updated:

খাগড়াখড় বিস্ফোরণের মূল চক্রী কওসরকে মুক্ত করার পরিকল্পনা করছে জামাত-ই- মুজাহিদিন বাংলাদেশ বা জেএমবি।

#কলকাতা: খাগড়াখড় বিস্ফোরণের মূল চক্রী কওসরকে জেল থেকে ছিনিয়ে আনার পরিকল্পনা। সেই পরিকল্পনার মাথা ইজাজ আহমেদকে গয়া গ্রেফতার করল কলকাতা পুলিশের এসটিএফ। ভারতে জামাত-এ- মুজাহিদিন বাংলাদেশের প্রধান ইজাজ আহমেদ বীরভূমের পাড়ুইয়ের বাসিন্দা। তাঁর কাছে মিলেছে স্যাটেলাইট ফোন, ল্যাপটপ ও বিভিন্ন রাজ্যের ম্যাপ।
খাগড়াখড় বিস্ফোরণের মূল চক্রী কওসরকে মুক্ত করার পরিকল্পনা করছে জামাত-ই- মুজাহিদিন বাংলাদেশ বা জেএমবি। আর সেই ভার ছিল ভারতে সংগঠনের প্রধান ইজাজ আহমেদের ওপর। এসটিএফের অভিযানে গয়ায় গ্রেফতার ইজাজ। তাঁর থেকে মিলেছে স্যাটেলাইট ফোন, বেশ কয়েকটি স্মার্টফোন, ল্যাপটপ ও ম্যাপ সহ প্রচুর নথি।
পাড়ুইয়ের ছেলে ইজাজ।
advertisement
ইজাজকে ট্রানজিট রিম্যান্ডে কলকাতায় এনে জিজ্ঞাসাবাদ করবে এসটিএফ।
advertisement
পাড়ুইয়ের সেই ছেলে কীভাবে ভারতে জেএমবির প্রধান হয়ে উঠল?
এক বছর আগে বেঙ্গালুরু থেকে গ্রেফতার হয় কওসর। তারপরই ভারতে জেএমবি'র মাথা হিসাবে জায়গা নেয় ইজাজ। এসটিএফ সূত্রে খবর,
২০০৮ সালে জেএমবিতে যোগ দেয় ইজাজ
বেশ কয়েকবার বাংলাদেশে প্রশিক্ষণ নেয়
দক্ষিণ ভারতে সংগঠন ছড়ানোর দায়িত্ব পায়
জেএমবির প্রধান সালাউদ্দিন সালের ঘনিষ্ঠ হয়ে ওঠে ইজাজ
advertisement
কওসরের সঙ্গে প্রবল বিরোধ শুরু হয়
তবে কওসর গ্রেফতার হওয়ার পর পরিস্থিতি বদলায়। যে ভাবে কোনও কওসরকে ছাড়াতে হবে। জেএমবি প্রধান সালাউদ্দিনের এই নির্দেশের পর তৈরি হয় পরিকল্পনা গয়ায় ঘাঁটি গাড়ে ইজাজ
ফেরিওয়ালা হিসাবে কাজ করত ইজাজ ৷ ডাকাতি করে টাকা জোগাড়ের পরিকল্পনা করে ৷ জেএমবির ভারতীয় শাখার প্রধান ইজাজ বীরভূমের ছেলে।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
বীরভূমের পাড়ুইয়ের ছেলে কীভাবে ভারতে জেএমবির প্রধান হয়ে উঠল?
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement