Hooghly News: বায়োস্কোপ ফিরিয়ে আনল পুরসভা! চোখ রাখলেই দেখা যাচ্ছে এসব কি!
- Published by:Purnendu Mondal
- hyperlocal
- Reported by:Rahi Haldar
Last Updated:
বায়োস্কপের দেখা মিলল কোন্নগর বই মেলায়
হুগলি: ‘তোমার বাড়ির রং এর মেলায় দেখেছিলাম বায়োস্কোপ, বায়োস্কোপের নেশা আজওছাড়ে না !’ একটা সময় ছিল যখন রিল সিনেমার জমানা ছিল। সেই সময় বিভিন্ন নাটক যাত্রা দেখানোর জন্য গ্রামেগঞ্জে মেলায় হাজির হতেন বায়োস্কোপ ওয়ালারা। বায়োস্কোপের মধ্যে চোখ রাখলেই দেখা মিলতো কত রংবেরঙের ছবির। বাচ্চা থেকে বড় সবার একসময়ের আকর্ষণ ছিল এই বায়োস্কোপ। এবার সেই বায়োস্কপের দেখা মিলল কোন্নগর বই মেলায়। তবে বায়োস্কোপকে কাজে লাগানো হয়েছে এখানে এক বিশেষ কাজের জন্য।
বায়োস্কোপের মধ্যে দিয়ে ডেঙ্গি সচেতনতার বার্তা দিচ্ছেন পুরসভার সাফাই বিভাগ। কীভাবে ডেঙ্গি মশা জন্মায়, ডেঙ্গি থেকে প্রতিকার পাওয়ার জন্য কি কি করা প্রয়োজন, এই সমস্ত কিছু বার্তা নিয়েই পুরসভা তৈরি করেছেন এই বিশেষ বায়োস্কোপ। যে বায়োস্কোপের মধ্যে চোখ রাখলেই একেবারে অনায়াসে ডেঙ্গি সচেতনতার বার্তা পৌঁছে যাচ্ছে মানুষদের কাছে। বইমেলায় এসে পুরাতন ঐতিহ্য বায়োস্কোপ দেখতে পেয়ে ভিড় জমাচ্ছেন উৎসুক জনতাও। বাচ্চা থেকে বড় সকলেই চোখ রাখছেন বায়োস্কোপের কাঁচে। আর তাতেই দেখা মিলছে বর্তমান কারেন্ট অ্যাফেয়ার্সের কাহিনী থেকে ডেঙ্গি সচেতনতা বার্তার।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এই বিষয়ে পুরসভার কনজারভেন্সি ডিপার্টমেন্টের এক আধিকারিক জানান, “বায়োস্কোপ হচ্ছে একটা প্রাচীন ঐতিহ্য। যা বর্তমানে প্রায় বিলুপ্ত হয়ে এসেছে। সেই বায়োস্কোপের ব্যবহারের মধ্যে দিয়েই তারা এবার ডেঙ্গি সচেতনতা বার্তা প্রদান করছেন। এর ফলে একদিকে যেমন বাচ্চা ও বড় মানুষদের মধ্যে বায়োস্কোপ নিয়ে আগ্রহ তৈরি হবে। তেমনই বায়োস্কোপের মধ্যে চোখ রেখে তারা ডেঙ্গি নিয়ে সচেতন হতে পারবেন। সেই কারণেই তারা তৈরি করেছেন এই বায়োস্কোপ। প্রতিদিন মেলায় আসা বহু মানুষজন বায়োস্কোপ দেখে ছুটে আসছেন তাতে চোখ রাখার জন্য। তার মধ্যে দিয়ে পৌঁছে যাচ্ছে পুরসভার সচেতনতা বার্তা।”
advertisement
রাহী হালদার
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
January 08, 2025 6:56 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Hooghly News: বায়োস্কোপ ফিরিয়ে আনল পুরসভা! চোখ রাখলেই দেখা যাচ্ছে এসব কি!
