Hooghly News: আলুর পর তিল! অসময়ে বৃষ্টির জেরে আরামবাগে নষ্ট বিঘার পর বিঘা ফসল

Last Updated:

কয়েকদিনের বৃষ্টিতে ব্যাপক ক্ষতির মুখে তিল চাষ। গোটা আরামবাগ মহকুমা জুড়েই এমন ছবি ধরা পড়ল।

+
তিল

তিল গাছ নষ্ট 

আরামবাগ: কেউ আলু তোলার আগে আবার কেউ বা আলু তোলার পর তিল চাষ করেন এলাকার কৃষকেরা। কিন্তু কয়েকদিনের বৃষ্টিতে ব্যাপক ক্ষতির মুখে তিল চাষ। গোটা আরামবাগ মহকুমা জুড়েই এমন ছবি ধরা পড়ল। বিশেষজ্ঞদের মতে, আবহাওয়ার চূড়ান্ত পরিবর্তনের জেরেই ক্ষতির মুখে রাজ্যের তিল চাষিরা। হুগলির বিভিন্ন এলাকায় ঘুরে দেখা গেল, ছোট ছোট তিল গাছ বের হলেও বৃষ্টি হওয়ায় ফলে অকালেই শুকিয়ে মরে যাচ্ছে।
উল্লেখ্য, এই‌ জেলাজুড়ে আলু তোলার পর তিল চাষ করা হয়। এবারে আবহাওয়ার খামখেয়ালীর জন্য হঠাৎ বৃষ্টি হওয়ায় তিল গাছ নষ্ট হয়ে যায় । কিন্তু এবার আলু ক্ষতি পর তিল চাষে আর সমস্যা হবে না ভেবে চাষ করেছিলেন চাষিরা। কিন্তু বৃষ্টি হওয়ার কারণে ফের ক্ষতির মুখে তাঁরা। ফলে হতাশাগ্রস্থ হয়ে পড়েছেন চাষিরা। পরপর ক্ষতির ধাক্কা তাঁরা কী করে সামলাবেন বুঝে উঠতে পারছেন না।
advertisement
advertisement
ক্ষতির মুখে পড়া তিল চাষিরা জানিয়েছেন, বৃষ্টির কারণে তিল গাছ মরে যাচ্ছে এবং জমিতে প্রচুর পরিমাণে ঘাস বেরিয়ে যাচ্ছে। তাঁরা জানান, এই বছর আলুর ফলন খুব একটা ভাল হয়নি। তাই তাঁরা আশা করেছিলেন, তিল চাষ ভাল হলে ক্ষতির ধাক্কা অনেকটা সামলে নেওয়া যাবে। অনেকেই ব্যাঙ্ক থেকে ঋণ নিয়ে চাষ করেছিলেন।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
কিন্তু প্রকৃতির খামখেয়ালিপনায় এবার কী করে সেই ঋণ পরিশোধ করবেন তা ভেবে পাচ্ছেন না চাষিরা।
Suvojit Ghosh
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Hooghly News: আলুর পর তিল! অসময়ে বৃষ্টির জেরে আরামবাগে নষ্ট বিঘার পর বিঘা ফসল
Next Article
advertisement
রাজ্য কমিটি তৈরিতে বিরাট জট, এক ব্যক্তি এক পদের 'গেঁড়োয়' আটকে বঙ্গ বিজেপি
রাজ্য কমিটি তৈরিতে বিরাট জট, এক ব্যক্তি এক পদের 'গেঁড়োয়' আটকে বঙ্গ বিজেপি
  • রাজ্য কমিটি তৈরিতে বিরাট জট

  • এক ব্যক্তি এক পদের 'গেঁড়োয়' আটকে বঙ্গ বিজেপি

  • অধিকাংশ নেতা নির্বাচন লড়তে চান অথচ সংগঠনের কাজে অনীহা

VIEW MORE
advertisement
advertisement