Fraud Alert: চোখের নিমেষে ব্যাঙ্ক থেকে গায়েব করে দিত টাকা ! অবশেষে হল পর্দা ফাঁস
- Published by:Dolon Chattopadhyay
- hyperlocal
- Reported by:RAHI HALDAR
Last Updated:
এটিএম থেকে টাকা তুলতে আসা ব্যাক্তিদের সাহায্যের নাম করে তাদের সঙ্গে এটিএম কার্ড বদল ! দু'শো টি এটিএম কার্ড সহ শ্রীরামপুরে ধরা পড়ল প্রতারনা চক্রের পান্ডারা।
হুগলি: এটিএম থেকে টাকা তুলতে আসা ব্যাক্তিদের সাহায্যের নাম করে তাদের সঙ্গে এটিএম কার্ড বদল ! কার্ড বদলে জেলায় জেলায় চলত প্রতারণার কারবার ! লক্ষ লক্ষ টাকা জালিয়াতি করে ভালই চলছিল করবার। কিন্তু ভাড়ারগাড়িই ধরিয়ে দিল পুলিশের হতে।
দু’শো টি এটিএম কার্ড-সহ শ্রীরামপুরে ধরা পড়ল প্রতারনা চক্রের পান্ডারা।পুলিশ সূত্রে খবর, গত ৪ ঠা মার্চ শ্রীরামপুরের মাহেশে একটি এটিএম এ মঞ্জু মন্ডল নামে এক প্রৌঢ়া এটিএম কিয়স্ককে টাকা তুলতে গেলে তালে সাহায্য করার নাম করে এটিএম কার্ড বদল করে নেয় প্রতারক এক যুবক।
এরপর কোন্নগরের একটি এটিএম থেকে ৪০ হাজার টাকা তুলে নেয়।ব্যাঙ্কের পাসবই আপডেট করতে গিয়ে দেখতে পান প্রৌঢ়া। এরপর দেখেন তার কার্ড বদল করে দেওয়া হয়েছে। শ্রীরামপুর থানায় অভিযোগ জানান প্রৌঢ়া।
advertisement
advertisement
শ্রীরামপুর থানার পুলিশ ও চন্দননগর পুলিশের ডিডি টিম ঘটনার তদন্তে নামে। সিসি ক্যামেরা দেখে একটি চার চাকা গাড়িকে চিহ্নিত করে পুলিশ।খোঁজ শুরু হয় সেই গাড়ির। আজ শ্রীরামপুর নগার মোরে নাকা চেকিং করার সময় আটক করে পুলিশ। তল্লাশি চালিয়ে ২০০ টি বিভিন্ন ব্যাঙ্কের এটিএম কার্ড উদ্ধার হয়।
advertisement
রাজু বর্মন,শুভম মাল, সঞ্জিব মাইতি, সুবীর সেখ ও সনৎ নস্করকে গ্রেফতার করে। ধৃতদের বাড়ি বারুইপুর ও রায়দিঘী এলাকায়। ডিসিপি শ্রীরামপুর অর্নব বিশ্বাস বলেন,ধৃতদের আজ শ্রীরামপুর আদালতে পেশ করা হলে দশ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয় আদালত।
advertisement
পুলিশ সূত্রে জানা গিয়েছে এই প্রতারণা চক্রের টার্গেট বয়স্ক মানুষ মূলত যারা এটিএম ভাল করে ব্যবহার করতে পারেন না তারা। এটিএম কিয়স্কের সামনে দাঁড়িয়ে থাকে প্রতারকরা।এমন বয়স্ক মানুষ দেখলেই সাহায্যের অছিলায় এটিএম বদল করে নেয়।এর আগে এই দলটি রায়দিঘী থানা ও লালা বাজারে গ্রেফতার হয়েছিল।গত দু বছরে আনুমানিক পঞ্চাশ লক্ষ টাকা প্রতারণা করছে।
advertisement
আগে ট্রেনে বাসে করে ঘুরে ঘুরে হাওড়া হুগলি দক্ষিণ ও উত্তর চব্বিশ পরগনায় প্রতারণা করলেও ইদানিং একটি চার চাকার গাড়ি ভাড়া করে তারা।সেই গাড়িটি পাঁচশ টাকা দৈনিক ভাড়ায় একজন নিয়ে আসে।তাকেও সঙ্গে নেয় চক্রটি।সেই গাড়িই ধরিয়ে দিল অপরাধীদের।
রাহী হালদার
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 25, 2024 1:09 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Fraud Alert: চোখের নিমেষে ব্যাঙ্ক থেকে গায়েব করে দিত টাকা ! অবশেষে হল পর্দা ফাঁস