Kidney Transplant: চিকিৎসাশাস্ত্রে বিরাট মাইলস্টোন! কিডনি প্রতিস্থাপনে নজির চিকিৎসকদের

Last Updated:

Kidney Transplant: পশ্চিমবঙ্গের চিকিৎসা ব্যবস্থায় বিশাল সাফল্য। কলকাতার বাইরে দক্ষিণবঙ্গে এই প্রথম সফলভাবে হল কিডনি প্রতিস্থাপন। অস্ত্রপচারের পর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন রোগী।

+
এই

এই হাসপাতালই সফলভাবে হয়েছে কিডনি প্রতিস্থাপন।

দুর্গাপুর, পশ্চিম বর্ধমান: পশ্চিমবঙ্গের চিকিৎসা ব্যবস্থায় বিশাল সাফল্য। কলকাতার বাইরে দক্ষিণবঙ্গে এই প্রথম সফলভাবে হল কিডনি প্রতিস্থাপন। অস্ত্রপচারের পর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন রোগী। দুর্গাপুরের একটি বেসরকারি সুপার স্পেশালিটি হাসপাতালে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। কিডনি প্রতিস্থাপনের জন্য সমস্ত ব্যবস্থা এবং পরিকাঠামো দ্রুততার সঙ্গে ব্যবস্থা করে সফলভাবে হয়েছে চিকিৎসা।
আসানসোলের শাকতোরিয়া এলাকার বাসিন্দা পার্থ চট্টোপাধ্যায়। তিনি কিডনির সমস্যা নিয়ে দুর্গাপুরের বেসরকারি সুপার স্পেশালিটি হাসপাতালের দ্বারস্থ হয়েছিলেন। তখনই চিকিৎসকরা কিডনি প্রতিস্থাপনের গুরুত্ব বুঝতে পারেন। অন্য দিকে পার্থর বাবা উজ্জ্বল চট্টোপাধ্যায় নিজের কিডনি ছেলেকে দিতে রাজি হয়ে যান। তারপরেই কিডনি প্রতিস্থাপনের সমস্ত ব্যবস্থা করা হয় হাসপাতালে। চেয়ারম্যান সত্যজিৎ বসু নেফ্রোলজি বিভাগের চিকিৎসকদের সঙ্গে আলোচনা করে সমস্ত ব্যবস্থা করেন।
advertisement
advertisement
জানা গিয়েছে, এই ব্যয়বহুল চিকিৎসা এবং প্রতিস্থাপন অনেকটাই কম খরচে সম্পন্ন হয়েছে দুর্গাপুরের এই হাসপাতালে। তাছাড়াও চিকিৎসার অনেকটা খরচ হয়েছে স্বাস্থ্যসাথী কার্ড থেকে। বর্তমানে রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। গত ১৫ সেপ্টেম্বর তাঁর কিডনি প্রতিস্থাপন করা হয়। তারপর থেকে বিশেষজ্ঞ চিকিৎসকদের কড়া পর্যবেক্ষণে ছিলেন তিনি। সফলভাবে কিডনি প্রতিস্থাপন করে রোগীকে সুস্থভাবে বাড়ি ফিরিয়ে দেওয়ার সাফল্যে আনন্দিত এই হাসপাতালের সমস্ত চিকিৎসক স্বাস্থ্যকর্মীরা।
advertisement
উল্লেখ্য, দুর্গাপুরের এই বেসরকারি সুপার স্পেশালিটি হাসপাতালটির হৃদযন্ত্রের চিকিৎসা, বিভিন্ন জটিল অস্ত্রপচার ও চিকিৎসার জন্য সুনাম রয়েছে জাতীয় ক্ষেত্রে। তবে কলকাতার বাইরে দক্ষিণবঙ্গে প্রথম সফলভাবে কিডনি প্রতিস্থাপন এই হাসপাতালের মুকুটে জুড়েছে আরও একটি নতুন পালক জুড়েছে। আগামী দিনে হৃদযন্ত্র প্রতিস্থাপন বা একই ধরনের জটিল রোগ চিকিৎসার পরিকল্পনা রয়েছে হাসপাতাল কর্তৃপক্ষের। অন্যদিকে কলকাতার বাইরে এমন জটিল রোগের চিকিৎসার ব্যবস্থা হওয়ায় বহু রোগী লাভবান হবেন।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Kidney Transplant: চিকিৎসাশাস্ত্রে বিরাট মাইলস্টোন! কিডনি প্রতিস্থাপনে নজির চিকিৎসকদের
Next Article
advertisement
Maharashtra Doctor Death Update: কী চলত সরকারি হাসপাতালে, কেন নিজেকে শেষ করে দিলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? বিরাট কেলেঙ্কারি ফাঁস
কী চলত সরকারি হাসপাতালে,কেন নিজেকে শেষ করলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? কেলেঙ্কারি ফাঁস
  • মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল নির্যাতিতার পরিবার৷ মৃতার এক সম্পর্কিত ভাইয়ের অভিযোগ, ওই চিকিৎসককে ময়নাতদন্তের ভুয়ো রিপোর্ট তৈরি করতে বাধ্য করা হত৷

VIEW MORE
advertisement
advertisement