Big Breaking| Digha Fire: দিঘার হোটেলে বিধ্বংসী আগুন! দাউ দাউ করে জ্বলছে ঘর! আটক বহু পর্যটক...

Last Updated:

Big Breaking| Digha Fire: বিধ্বংসী আগুনে জ্বলছে নিউ দিঘার (Digha) একটি হোটেলের একাধিক রুম। এখনও নেভানো যায়নি আগুন।

দিঘায় হোটেলে আগুন
দিঘায় হোটেলে আগুন
#দিঘা: বিধ্বংসী আগুনে জ্বলছে নিউ দিঘার (Digha) একটি হোটেলের একাধিক ঘর। এখনও নেভানো যায়নি আগুন (Big Breaking| Digha Fire)। নিজেদের বাঁচাতে অগ্নিদ্বগ্ধ হোটেলের  রুম থেকে জানালা ভেঙে বেরোচ্ছেন পর্যটকরা। আতঙ্ক ছড়িয়ে পড়েছে দিঘা জুড়েই। ঘটনাটি ঘটেছে ভিক্টোরিয়া হোটেলে (Big Breaking| Digha Fire)। দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছেছে।
#দিঘা: দিনে দুপুরে বিধ্বংসী আগুনে (Digha Fire) জ্বলছে নিউ দিঘার একটি হোটেলের একাধিক ঘর। এখনও নেভানো যায়নি আগুন। নিজেদের প্রান বাঁচাতে অগ্নিদ্বগ্ধ হোটেলের রুম থেকে জানালা ভেঙে বেরোচ্ছে পর্যটকরা। আতংক ছড়িয়ে পড়েছে দিঘা জুড়েই। ঘটনাটি ঘটেছে ভিক্টোরিয়া হোটেলে। দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছেছে।
advertisement
advertisement
দিনে দুপুরে আচমকা অগ্নিকাণ্ডে পর্যটকদের (Big Breaking| Digha Fire) মধ্যে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে গোটা দিঘা জুড়ে। কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে হোটেল চত্বরের আশপাশের এলাকা। পর্যটকদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায় এই ঘটনায়। ঘটনাস্থলে দমকলের ২টি ইঞ্জিন ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে। আগুন লাগার কারণ এখনও স্পষ্ট নয়।
advertisement
দমকল বাহিনীর পক্ষ থেকে জল দিয়ে আগুন (Big Breaking| Digha Fire) নেভানোর চেষ্টা চলছে। দমকল পৌঁছনোর আগেই হোটেলের কর্মী ও স্থানীয়রাই পর্যটকদের বের করে আনার চেষ্টা করেন। কিছুক্ষণের মধ্যেই চলে আসে বিশাল পুলিশ বাহিনী ও দমকল। হোটেল খালি করে দেওয়া হয়। হোটেলে ৪০-৪২ টি রুম রয়েছে। হোটেলে কেউ আটকে নেই বলে প্রাথমিকভাবে জানা গেছে।
advertisement
জানা গিয়েছে, হোটেলেও পর্যটক খুবই কম ছিল। আগুন লেগে যাওয়ায় জানালা দিয়ে তাঁরা কোনওরকমে বেরিয়ে আসার চেষ্টা করেন। কেউ কেউ কার্নিস বেয়ে নেমে আসার চেষ্টা করেন। কেউ সিঁড়ি দিয়ে বেরিয়ে আসার চেষ্টা করেন। সবমিলিয়ে অগ্নিকাণ্ডে দিশেহারা হয়ে পড়েন তাঁরা।
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Big Breaking| Digha Fire: দিঘার হোটেলে বিধ্বংসী আগুন! দাউ দাউ করে জ্বলছে ঘর! আটক বহু পর্যটক...
Next Article
advertisement
Jiban Krishna Saha: ‘মোবাইল ফেলিনি’, মুখ খুলেই বিস্ফোরক নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত জীবনকৃষ্ণ! জামিনের আবেদনে তীব্র বিরোধিতা ইডির
‘মোবাইল ফেলিনি’, মুখ খুলেই বিস্ফোরক জীবনকৃষ্ণ! জামিনের আবেদনে তীব্র বিরোধিতা ইডির
  • আদালতে হাজির হয়ে তিনি সমস্ত অভিযোগ অস্বীকার করেন জীবনকৃষ্ণ

  • জামিনের আবেদন বিধায়ক জীবনকৃষ্ণ সাহার

  • ‘মোবাইল ফেলে দেওয়ার কোনও ঘটনা ঘটেনি’, জীবনকৃষ্ণ

VIEW MORE
advertisement
advertisement