Bhoot Hana In Purulia: স্বামী মারা যেতেই শুরু ভূতের উৎপাত, আতঙ্কে স্ত্রী ছাড়লেন ঘর, এই গ্রামে নয়া আতঙ্ক ‘ভূতের হানা’

Last Updated:

Bhoot Hana In Purulia: পুরুলিয়াতে যেন পিছু ছাড়ছে না ভুতের আতঙ্ক , কী বলছে জেলা বিজ্ঞান মঞ্চ!

+
ভূতের

ভূতের হানা পুরুলিয়ায় Photo- Representative

পুরুলিয়া : আবারও ভূতের আতঙ্ক ছড়িয়েছে পুরুলিয়ায়। আর এবার এই ভূতের আতঙ্কে ঘর ছাড়া হলেন এক গৃহবধূ। ‌স্বামীর মৃত্যুর পর ভূতের ভয়ে ঘর ছাড়লেন স্ত্রী। ওঝা গুনিনের কথা শুনে দুই ছেলে মেয়েকে রেখে মৃতের স্ত্রী থাকেন বাপের বাড়িতে। জানা গিয়েছে গত সেপ্টেম্বর মাসে বলরামপুর হাড়জোড়া গ্রামের শবর পাড়ায় ৩৯ বছর বয়শী শঙ্কর শবরের মৃত্যু হয়। তাকে অসুস্থ অবস্থায় প্রথমে বাঁশগড় হাসপাতালে পরে পুরুলিয়া দেবেন মাহাতো হাসপাতালে নিয়ে যাওয়া হয়।  চিকিৎসারত অবস্থায় মৃত্যু হয় শঙ্করের। আর তারপরেই ভয় পেতে শুরু করেন শংকর বাবু স্ত্রী।
ভয়ে আর সেই বাড়িতে থাকতেই পারেনি তিনি। ওঝার কথা মত তুলশি থানে একটি পতাকা লাগিয়ে বাড়িতে তালা দিয়ে চলে যান তিনি। সেই থেকে আজও আর বাড়ি ফেরেনি বাসন্তী দেবী। এক আত্মীয়ের বাড়িতে রয়েছে তার ছেলে মেয়ে।
ভূতের হানা পুরুলিয়ায়
advertisement
advertisement
ভূতের হানা পুরুলিয়ায়
এ বিষয়ে এলাকার মানুষজন বলেন , শংকর শবর শারীরিক অসুস্থতা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিল। তারপর তার পেটের সমস্যা দেখা দেয়। চিকিৎসা চলতে চলতেই তিনি মারা যান। ‌ তারপর থেকেই তাদের পরিবারের সদস্যরা ভূতের আতঙ্কে ভুগছেন। যদিও এলাকার মানুষজন কেউ ভূত দেখতে পায়নি। ‌ কিন্তু পরিবারের সদস্যদের দাবি, তারা ভূত দেখেছেন।
advertisement
আর সেই আতঙ্ক থেকেই বাসন্তি শবর এই বাড়ি ছেড়ে চলে গিয়েছে। এ বিষয়ে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের জেলা সম্পাদক ডক্টর নয়ন মুখার্জী  বলেন , এটা সম্পূর্ণই অপপ্রচার হচ্ছে। ভূতের কোনও অস্তিত্ব নেই। মানুষ এইসবের উপর বিশ্বাস করে কুসংস্কারে আবদ্ধ হয়ে পড়ছেন। আর তারই সুযোগ নিচ্ছে এই সমস্ত ওঝারা। খুব শীঘ্রই এর বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেবে জেলা বিজ্ঞান মঞ্চ।
advertisement
বারবার ভূতের আতঙ্ক ছড়াচ্ছে পুরুলিয়াতে। ‌ বিগত বেশ কিছুদিন আগে বেগুনকোদর এর মতই ভূতের আতঙ্কে শোরগোল পড়ে গিয়েছিল পুরুলিয়ার হুড়া ব্লকের জঙ্গলে ঘেরা অর্জুন জোড়া গ্রামে। সেই রেশ কাটতে না কাটতেই পুনরায় ভূতের আতঙ্ক পুরুলিয়ার বলরামপুরে‌। এই আতঙ্ক থেকে মানুষকে মুক্তি দিতে তৎপর হচ্ছে বিজ্ঞান মঞ্চ।
Sharmistha Banerjee
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bhoot Hana In Purulia: স্বামী মারা যেতেই শুরু ভূতের উৎপাত, আতঙ্কে স্ত্রী ছাড়লেন ঘর, এই গ্রামে নয়া আতঙ্ক ‘ভূতের হানা’
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement