বড়দিনের আগে বন্ধ ভাটপাড়া রিলায়েন্স জুটমিল, কর্মহীন ৪০০০ শ্রমিক

Last Updated:

বড়দিনের আগেই কাজ হারালেন ৪০০০ শ্রমিক ৷ ফের কোনও আগাম নোটিশ ছাড়াই বন্ধ হয়ে গেল এই কারখানা ৷

#কলকাতা: বড়দিনের আগেই কাজ হারালেন ৪০০০ শ্রমিক ৷ ফের কোনও আগাম নোটিশ ছাড়াই বন্ধ হয়ে গেল এই কারখানা ৷
এদিন কারখানায় কাজে যোগ দিতে এসে শ্রমিকরা দেখেন গেটে তালা ঝোলানো ৷ উৎসবের মরশুমে মিল বন্ধ দেখে কারখানা চত্বরে বিক্ষোভ দেখান শ্রমিকেরা ৷ পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে আসে বিশাল পুলিশ বাহিনী ৷
শ্রমিকরা জানিয়েছেন, বেশ কিছুদিন ধরেই অর্থসঙ্কট, নোট বাতিল এই সব নিয়ে সমস্যার কথা জানিয়েছিলেন কর্তৃপক্ষ ৷ পারিশ্রমিক একই রেখে উৎপাদন বৃদ্ধি করার প্রস্তাবে শ্রমিকরা সাড়া দেননি বলেই তাদের থেকে জীবিকা ছিনিয়ে নেওয়া হল বলে অভিযোগ জানিয়েছেন কর্মহীন শ্রমিকেরা ৷ তাদের দাবি, ইচ্ছাকৃতভাবে উৎসবের আগেই না জানিয়ে জুটমিল বন্ধ করেছে ৷ যদিও শ্রমিকদের দাবি উড়িয়ে দিয়েছে মালিকপক্ষ ৷
advertisement
advertisement
অবিলম্বে মিল খোলার দাবিতে কারখানা চত্বরে বিক্ষোভরত শ্রমিকদের নিয়ন্ত্রণের জন্য বসানো হয়েছে পুলিশ পিকেট ৷
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
বড়দিনের আগে বন্ধ ভাটপাড়া রিলায়েন্স জুটমিল, কর্মহীন ৪০০০ শ্রমিক
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement