বড়দিনের আগে বন্ধ ভাটপাড়া রিলায়েন্স জুটমিল, কর্মহীন ৪০০০ শ্রমিক
Last Updated:
বড়দিনের আগেই কাজ হারালেন ৪০০০ শ্রমিক ৷ ফের কোনও আগাম নোটিশ ছাড়াই বন্ধ হয়ে গেল এই কারখানা ৷
#কলকাতা: বড়দিনের আগেই কাজ হারালেন ৪০০০ শ্রমিক ৷ ফের কোনও আগাম নোটিশ ছাড়াই বন্ধ হয়ে গেল এই কারখানা ৷
এদিন কারখানায় কাজে যোগ দিতে এসে শ্রমিকরা দেখেন গেটে তালা ঝোলানো ৷ উৎসবের মরশুমে মিল বন্ধ দেখে কারখানা চত্বরে বিক্ষোভ দেখান শ্রমিকেরা ৷ পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে আসে বিশাল পুলিশ বাহিনী ৷
শ্রমিকরা জানিয়েছেন, বেশ কিছুদিন ধরেই অর্থসঙ্কট, নোট বাতিল এই সব নিয়ে সমস্যার কথা জানিয়েছিলেন কর্তৃপক্ষ ৷ পারিশ্রমিক একই রেখে উৎপাদন বৃদ্ধি করার প্রস্তাবে শ্রমিকরা সাড়া দেননি বলেই তাদের থেকে জীবিকা ছিনিয়ে নেওয়া হল বলে অভিযোগ জানিয়েছেন কর্মহীন শ্রমিকেরা ৷ তাদের দাবি, ইচ্ছাকৃতভাবে উৎসবের আগেই না জানিয়ে জুটমিল বন্ধ করেছে ৷ যদিও শ্রমিকদের দাবি উড়িয়ে দিয়েছে মালিকপক্ষ ৷
advertisement
advertisement
অবিলম্বে মিল খোলার দাবিতে কারখানা চত্বরে বিক্ষোভরত শ্রমিকদের নিয়ন্ত্রণের জন্য বসানো হয়েছে পুলিশ পিকেট ৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 24, 2016 2:56 PM IST