ভাগীরথীতে তলিয়ে গেল কয়েক বিঘা জমি, ঘুম উড়েছে স্থানীয়দের
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
নদী গিলেছে একসময়ের রাস্তাও।
#নদিয়া: শান্তিপুর ব্লকের ফুলিয়া বিহারিয়ায় নতুন করে ভাঙন শুরু। ভাগীরথীতে নতুন করে ভাঙন শুরু হওয়ায় দুশ্চিন্তা বাড়ছে এলাকার মানুষের। অভিযোগ, প্রতি বছর ভাঙন হলেও কোনও স্থায়ী ব্যবস্থা হয় না।
ফুলিয়া বিহারিয়া মঠপাড়া। প্রতি বছরই বর্ষার সময় এলাকায় ভাঙনে বিঘের পর বিঘে জমি নদী গর্ভে চলে যায়। সম্প্রতি এলাকয় নদী ভাঙনের কাজ শুরু হয়। কিন্তু তার কিছুটা দূরেই শনিবার রাত থেকে নতুন করে ভাঙন শুরু হয়। ইতিমধ্যেই প্রায় এক বিঘা জমি চলে গিয়েছে ভাগীরথীর গর্ভে। আতঙ্কে ঘুম উড়েছে এলকাার মানুষের।
advertisement
একদিকে বালির বস্তা ফেলে ভাঙন রোধের কাজ। অন্যদিকে নদীর বুকে একটু একটু করে তলিয়ে যাওয়া ভিটে মাটি। প্রশসনের কাছে পরিস্থিতির বিস্তারিত জানিয়েছেন পঞ্চায়েতের উপপ্রধান।
advertisement
নদী গিলেছে একসময়ের রাস্তাও। প্রশাসন দ্রুত ব্যবস্থার আশ্বাস দিয়েছে বটে। কিন্তু বাস্তবে তা কতটা, তা নিয়েই এখন প্রশ্ন তুলছেন এলাকার মানুষ। নদীর এই ভাঙনের সঙ্গেই এখন তাঁদের ভবিষ্যৎ জড়িয়ে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
June 30, 2020 4:51 PM IST