#নদিয়া: শান্তিপুর ব্লকের ফুলিয়া বিহারিয়ায় নতুন করে ভাঙন শুরু। ভাগীরথীতে নতুন করে ভাঙন শুরু হওয়ায় দুশ্চিন্তা বাড়ছে এলাকার মানুষের। অভিযোগ, প্রতি বছর ভাঙন হলেও কোনও স্থায়ী ব্যবস্থা হয় না।
ফুলিয়া বিহারিয়া মঠপাড়া। প্রতি বছরই বর্ষার সময় এলাকায় ভাঙনে বিঘের পর বিঘে জমি নদী গর্ভে চলে যায়। সম্প্রতি এলাকয় নদী ভাঙনের কাজ শুরু হয়। কিন্তু তার কিছুটা দূরেই শনিবার রাত থেকে নতুন করে ভাঙন শুরু হয়। ইতিমধ্যেই প্রায় এক বিঘা জমি চলে গিয়েছে ভাগীরথীর গর্ভে। আতঙ্কে ঘুম উড়েছে এলকাার মানুষের।
একদিকে বালির বস্তা ফেলে ভাঙন রোধের কাজ। অন্যদিকে নদীর বুকে একটু একটু করে তলিয়ে যাওয়া ভিটে মাটি। প্রশসনের কাছে পরিস্থিতির বিস্তারিত জানিয়েছেন পঞ্চায়েতের উপপ্রধান।
নদী গিলেছে একসময়ের রাস্তাও। প্রশাসন দ্রুত ব্যবস্থার আশ্বাস দিয়েছে বটে। কিন্তু বাস্তবে তা কতটা, তা নিয়েই এখন প্রশ্ন তুলছেন এলাকার মানুষ। নদীর এই ভাঙনের সঙ্গেই এখন তাঁদের ভবিষ্যৎ জড়িয়ে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Bhagirathi, Nadia, River erosion