একসময়ের ঘনিষ্ঠের হাতেই কি খুন ভদ্রেশ্বরের পুরপ্রধান ?
Last Updated:
ভদ্রেশ্বর পুরসভার চেয়ারম্যান মনোজ উপাধ্যায়ের খুনের ঘটনায় এখন উঠে আসছে অনেক চাঞ্চল্যকর তথ্যই ৷
#ভদ্রেশ্বর: একসময়ের ঘনিষ্ঠের হাতেই কি তাহলে খুন হতে হল ভদ্রেশ্বরের পুরপ্রধানকে ? ভদ্রেশ্বর পুরসভার চেয়ারম্যান মনোজ উপাধ্যায়ের খুনের ঘটনায় এখন উঠে আসছে অনেক চাঞ্চল্যকর তথ্যই ৷ খুনের পিছনে মনোজবাবুর এক সময়কার ঘনিষ্ঠ রাজ চৌধুরীর নাম এখন উঠে আসছে ৷ সম্প্রতি দু’জনের মধ্যেই সম্পর্কের অবনতি হয় বলে জানা গিয়েছে ৷
রাজুকে ধরতে এখন পুলিশ তল্লাশি শুরু করেছে ৷ মনোজের প্রভাব বাড়তে দেখেই রাজু সম্ভবত খুনের ছক কষে বলে অনুমান পুলিশের ৷ তাঁর বিপদ আসতে পারে আভাস পেয়ে পুলিশকে তা জানিয়েওছিলেন মনোজবাবু ৷ এরপর ভদ্রেশ্বর পুরসভার চেয়ারম্যানের নিরাপত্তাও বাড়ায় পুলিশ ৷ প্রতিদিন সন্ধ্যে সাতটার মধ্যেই বাড়ি ঢুকে যেতেন মনোজ ৷ রীতিমতো তাঁর পিছনে ধাওয়া করেই দুষ্কৃতিরা খুন করে বলে জানা গিয়েছে ৷ রাজুর সহযোগী পাঁচ জনকে ধরে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ ৷
advertisement
advertisement
পুরসভা ও দলের কাজ সেরে রোজ সন্ধেয় বাড়ি ফেরাই অভ্যাস ছিল ভদ্রেশ্বর পুরসভার চেয়ারম্যান মনোজ উপাধ্যায়ের। কিন্তু, মঙ্গলবার বাড়ি ফিরতে অনেক রাত হয়ে যায়। সেই সুযোগেই আঘাত হানে দুষ্কৃতীরা।
এদিন রাত এগারোটা নাগাদ দলীয় কর্মী রণেশ দুবের বাইকে চড়ে বাড়ি ফিরছিলেন মনোজ। ভদ্রেশ্বর রবীন্দ্রনগর এলাকায়, নিজের বাড়ির কাছাকাছি আসতেই ঘটে বিপত্তি। হাত দেখিয়ে মনোজের বাইক থামায় কয়েকজন। মনোজ বাইক থেকে নামতেই ঘিরে ধরে তারা। শুরু হয় ধস্তাধস্তি। এর মাঝেই মনোজকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা।
advertisement
বুকে ও পেটে গুলি লাগে মনোজের। তাঁকে চন্দননগর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু, বাঁচানো যায়নি। জেলা তৃণমূল কংগ্রেসের অভিযোগ, মনোজ খুন হতে পারে এমন আশঙ্কা থাকলেও কোনও ব্যবস্থা নেয়নি পুলিশ।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 22, 2017 12:34 PM IST