বহরমপুরের স্কুলেই 'শ্লীলতাহানি' পঞ্চম শ্রেণির ছাত্রীদের, অভিযুক্ত করণিক
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
Last Updated:
Molestation in school: পঞ্চম শ্রেণীর ছাত্রীদের স্কুল থেকে ব্যাগ দেওয়ার কাজ করছিলেন অভিযুক্ত ওই কেরানি
বহরমপুর : স্কুল থেকে ব্যাগ দেওয়ার সময় পঞ্চম শ্রেণীর কয়েকজন ছাত্রীকে শ্লীলতাহানি করার অভিযোগ উঠল স্কুলের এক করণিকের বিরুদ্ধে । অভিযুক্ত ওই করণিকের নাম সৈকত ভট্টাচার্য । বহরমপুর শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত শিল্প মন্দির স্কুলের এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে । জেলা পুলিশ সুপার কে সাবেরী রাজকুমার বলেন অভিযুক্ত ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। তদন্ত চলছে । আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে ।
বহরমপুরের গোরাবাজারের রুটিমহলের শিল্পমন্দির স্কুলে কেবলমাত্র ছাত্রীরাই পড়াশোনা করে। পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পড়াশোনা হয় । শুক্রবার প্রধানশিক্ষিকা ছুটিতে ছিলেন। পঞ্চম শ্রেণীর ছাত্রীদের স্কুল থেকে ব্যাগ দেওয়ার কাজ করছিলেন অভিযুক্ত ওই কেরানি । তিনি বছর দেড়েক আগে রানিনগরের একটি স্কুল থেকে বদলি হয়ে এই স্কুলে যোগদান করেন । টিফিনের পর থেকে পঞ্চম শ্রেণীর ছাত্রীদের ক্লার্কের ঘর থেকে ব্যাগ দেওয়া হচ্ছিল । অভিযোগ, সেইসময় বেশ কয়েকজন ছাত্রীকে শ্লীলতাহানি করেন ওই করণিক ।
advertisement
আরও পড়ুন : গৃহবধূ থেকে ভারোত্তোলনে বিশ্ব চ্যাম্পিয়ন, হাওড়ার সন্তোষী আজ দৃষ্টান্ত
ছাত্রীরা কাঁদতে কাঁদতে এসে অন্য শিক্ষিকাদের বলে । খবর ছড়িয়ে পড়তেই অভিভাবকরা এসে বিক্ষোভ দেখাতে শুরু করে। একটি ঘরের মধ্যে বন্ধ করে রাখে অভিযুক্ত ওই করণিককে । এর পর বহরমপুর থানার পুলিশ এসে গ্রেফতার করে নিয়ে যায় । অভিভাবক দোলন দাস বলেন, " স্কুলের মধ্যে যদি এই ঘটনা ঘটে তবে কোথায় পাঠাব সন্তানদের? অভিযুক্ত ওই ব্যক্তির যাতে কঠোরতম শাস্তি হয় পুলিশ তার ব্যবস্থা করুক। আমরা সেটাই চাইছি ।’’
advertisement
advertisement
আরও পড়ুন : 'মামলা লড়তে কোটি কোটি টাকা খরচ করবে অথচ সরকারি কর্মচারীদের ডিএ দেবে না' মুখ্যমন্ত্রীকে নিশানা শুভেন্দুর
অভিভাবক পার্থ হাজরা বলেন " সন্তানদের স্কুলে পাঠিয়ে স্বস্তিতে থাকা যাবে না, আতঙ্ক লাগছে।" স্কুলের প্রধান শিক্ষিকা মৃন্ময়ী ঘোষ বলেন, " স্কুলের কয়েকজন ছাত্রী আমাকে বিষয়টি জানিয়েছি । আমরা ওই ক্লার্কের বিরুদ্ধে বহরমপুর থানায় লিখিত অভিযোগ জানাচ্ছি । আমার ছুটি থাকায় স্কুলে ছিলাম না । ঘটনার কথা জানতে পেরে স্কুলে ছুটে আসি ।"
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 05, 2022 8:53 AM IST