Bengali News: রোগীদের বিছানার পাশে জ্বলছে মোমবাতি! বিদ্যুৎহীন হাসপাতালে দুর্ঘটনা ঘটলে দায় কার
- Published by:kaustav bhowmick
- news18 bangla
- Reported by:KOUSHIK ADHIKARY
Last Updated:
স্বাস্থ্যকেন্দ্রে কোনওরকম আলো না থাকায় মোমবাতি জ্বালিয়ে চিকিৎসা করা হচ্ছে সেখানে ভর্তি থাকা রোগীদের
মুর্শিদাবাদ: এ কী অবস্থা সরকারি হাসপাতালের! দেখলে মনে হবে নরক গুলজার। সকাল থেকেই নেই বিদ্যুৎ। বাধ্য হয়ে মোমবাতি ও মোবাইলের আলোতে চিকিৎসা হচ্ছে হাসপাতাল। সকাল গড়িয়ে রাত হয়ে গেলেও অন্ধকারের ডুবে ফরাক্কার বেনিয়াগ্রাম প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র।
স্বাস্থ্যকেন্দ্রে কোনওরকম আলো না থাকায় মোমবাতি জ্বালিয়ে চিকিৎসা করা হচ্ছে সেখানে ভর্তি থাকা রোগীদের। সেই সুযোগে হাসপাতালের আউটডোর এবং ইনডোর যেন কুকুর-বিড়ালের বিচরণ ক্ষেত্র হয়ে উঠেছে। রবিবার রাত সাড়ে আটটা নাগাদ এমনই ছবি লক্ষ্য করা গেল মুর্শিদাবাদের ফরাক্কা ব্লকের বেনিয়াগ্রাম ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে।
advertisement
advertisement
হাসপাতালে চিকিৎসা করতে আসা রোগীদের অভিযোগ, রবিবার সকাল থেকেই পুরো হাসপাতাল চত্বরে কোনওরকম বিদ্যুৎ পরিষেবা নেই। ফলে দিনে সে রকম সমস্যা না হলেও সন্ধের পর থেকে বিদ্যুতের দেখা না মেলায় সমস্যায় পড়েছে রুগীরা। বন্ধ রয়েছে জেনারেটর মেশিন।
আরও খবর পড়তে ফলো করুন
হাসপাতালের এই বেহাল দশা নিয়ে সেখানে কর্মরত চিকিৎসক সারুক হোসেন জানান, জেনারেটর খারাপ হয়ে গিয়েছে। সকাল থেকেই বিদ্যুৎ পরিষেবা বিপর্যস্ত। তাই আমরা রোগী ও তাঁদের পরিবারের সদস্যদের বলেছি, মোমবাতি নিয়ে এসে বেডের কাছে রাখতে। কিন্তু এর ফলে কোনও দুর্ঘটনা ঘটে গেলে তার দায় কে নেবে সেই নিয়ে প্রশ্ন উঠছে।
advertisement
কৌশিক অধিকারী
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
February 12, 2024 1:29 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bengali News: রোগীদের বিছানার পাশে জ্বলছে মোমবাতি! বিদ্যুৎহীন হাসপাতালে দুর্ঘটনা ঘটলে দায় কার