Bengali News: স্কুলে এসেও সর্বক্ষণ নেশার পিছনে ছোটা, এই শিক্ষকের কথা শুনলে অবাক হবেন
- Published by:kaustav bhowmick
- news18 bangla
- Reported by:NILANJAN BANERJEE
Last Updated:
শিক্ষক নির্মাল্য ঘোষের নেশাটা একেবারে অন্য রকমের। তাঁর বাড়িতেই ছাদ এবং উঠোন জুড়ে আছে শতাধিক গাছ
বাঁকুড়া: আদিবাসী আবাসিক বিদ্যালয়ের শিক্ষকের অদ্ভুত নেশার জন্য স্কুলের আমূল পরিবর্তন ঘটে গিয়েছে। স্কুল চত্বরের ৯-১০ কাঠা জায়গা পুরো বদলে দিয়েছেন এই শিক্ষক। তার এই পরিবর্তনের কাণ্ডারী হলেন বাঁকুড়ার যোগেশ পল্লীর বাসিন্দা নির্মাল্য ঘোষ।
পণ্ডিত রঘুনাথ মুর্মু আবাসিক বিদ্যালয়ের শিক্ষক তিনি। ঠাকুরদার আমল থেকেই ঘোষ পরিবারের বিশেষ ভালোবাসা গাছের প্রতি। এই পরিবারের প্রত্যেকেই কমবেশি গাছ লাগানো থেকে পরিচর্যা করতে ভালোবাসেন। তবে শিক্ষক নির্মাল্য ঘোষের নেশাটা একেবারে অন্য রকমের। তাঁর বাড়িতেই ছাদ এবং উঠোন জুড়ে আছে শতাধিক গাছ। পেশায় শিক্ষক কিন্তু নেশায় গাছ পাগল নির্মাল্য ঘোষ অবশ্য একা কৃতিত্ব নিতে রাজি নন। তিনি বলেন, এটা একটা টিম ওয়ার্ক।
advertisement
advertisement
বাড়িতে মোট কতগুলি গাছ রয়েছে জানতে চাওয়ায় নিজেই ঠাহর করে বলতে পারেননি নির্মাল্যবাবু। অর্কিড, ক্যাকটাস, বিদেশি ফুল এবং দেশি গাছ গাছালি ছাড়াও উল্লেখযোগ্য হচ্ছে বনসাইয়ের সংগ্রহ। একজন বিশেষজ্ঞ গার্ডেনার হিসেবে বনসাই তৈরি করে আসছেন বহুদিন ধরে। তিনি জানান বট, ছাতিম, চাইনিজ বট, পাকুর ইত্যাদি গাছকে বনসাই করেছেন তিনি। বনসাই অর্থাৎ একটি বিরাট বৃক্ষকে বামন করে রাখা। তিনি আরও বলেন যে বড় উদ্ভিদকে কম পরিমাণ খাবার এবং কম পরিমাণ পুষ্টি দিয়ে উদ্ভিদটির বাড় বাড়ন্ত কমানো যায়। সঙ্গে যেকোনও ধরনের তারের ব্যবহার করে গাছের ডালপালার বিস্তৃতি নিজের নিয়ন্ত্রণে রাখা যায়। গাছের গুড়ি যত মোটা হবে ততই বয়স্ক হবে বনসাই উদ্ভিদটি।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
পন্ডিত রঘুনাথ মুর্মু আবাসিক বিদ্যালয়ে প্রায় নয় থেকে দশ কাঠা জায়গা জুড়ে নির্মাল্য ঘোষ বিভিন্ন ধরনের গাছ লাগিয়েছেন। পাহাড়ের কোলে তাঁর এই প্রচেষ্টায় এক অপরূপ দৃশ্যের সাক্ষী থাকছেন বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
এদিকে নির্মাল্যবাবুর কাছে আছে ‘সেমি সেড’ উদ্ভিদ। অর্থাৎ কম আলোতে যে গাছগুলি ভালভাবে বেড়ে উঠতে পারে। ফ্লাটে অথবা একান্ত যারা থাকতে পছন্দ করেন তাঁরা চাইলেই নিজের ঘরের মধ্যেই এই গাছ রাখতে পারেন।
advertisement
নীলাঞ্জন ব্যানার্জি
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 02, 2024 6:13 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bengali News: স্কুলে এসেও সর্বক্ষণ নেশার পিছনে ছোটা, এই শিক্ষকের কথা শুনলে অবাক হবেন