Bengali News: কোকিল ডাকছে নাকি অমৃতাভ হরবোলা ধরতে পারবেন না!

Last Updated:

প্রায় ৪০ ধরনের পশু-পাখির ডাক নকল করতে পারেন অনায়াসে। সিংহ, জেব্রা, শিয়াল, হাতি বা অন্যান্য পশুর ডাক শোনানোর জন্য স্কুলের ছাত্রছাত্রীরাও আবদার করে

+
হরবোলা

হরবোলা শিল্পী অমৃতাভ মণ্ডল 

মুর্শিদাবাদ: বিভিন্ন পশুপাখি, জন্তু ও যান্ত্রিক শব্দ নিমেষে তাঁর মুখ দিয়ে বেরিয়ে আসে। বহরমপুরের পরিচিত হরবোলা শিল্পী অমৃতাভ মণ্ডল পেশায় প্রাথমিক স্কুলের শিক্ষক। ভরতপুরের টেঁয়া বায়েনপাড়া প্রাথমিক বিদ্যালয়ে তিনি শিক্ষকতা করেন। বিভিন্ন পাখির ডাক ডেকে সকলকে মাতিয়ে রাখেন। এলাকার বাসিন্দারা তাঁর কাছে প্রায়ই বিভিন্ন পশু, পাখির ডাক শোনানোর জন্য অনুরোধ করেন।
প্রায় ৪০ ধরনের পশু-পাখির ডাক নকল করতে পারেন অনায়াসে। সিংহ, জেব্রা, শিয়াল, হাতি বা অন্যান্য পশুর ডাক শোনানোর জন্য স্কুলের ছাত্রছাত্রীরাও আবদার করে। মৌমাছির গুঞ্জন, হাঁস বা অন্য পাখির ডাক অনুকরণ করতে পারেন এই স্কুল শিক্ষক। এই বসন্তকালে কোকিলের ডাক’কে রীতিমত পাল্লা দেন। এছাড়া বিভিন্ন ধরনের শব্দও অনুকরণ করতে পারেন।
advertisement
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
শিক্ষকের পরিবারের সদস্যরা জানান, বহুদিন আগে থেকেই তিনি ডাক নকল করতে পারেন। বিভিন্ন জায়গায় গিয়ে নাম না জানা পাখির ডাক শোনেন। পরে তা তিনি হুবহু নকল করেন। এই প্রসঙ্গে হরবোলা শিল্পী অমৃতাভ মণ্ডল বলেন, আমাদের আদি বাড়ি নবগ্রাম থানার সুকি গ্রামে। সেখান থেকে বহরমপুর আসার সময় বিভিন্ন ধরনের শব্দ শুনতাম। সব মাথায় রাখতাম। বাড়িতে এসে রেওয়াজ করতাম। এভাবেই পাখি বা পশুদের ডাক নকল করা শুরু হয়। গ্রামের একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে তা শোনানোর পর সবাই প্রশংসা করে। তাতে উৎসাহিত হই। তারপর থেকে আরও মনোযোগ দিয়ে এই কাজ শুরু করি। এখন কোথাও গেলেই ডাক শোনানোর অনুরোধ আসে। স্কুলের ছাত্রছাত্রীদেরও একঘেয়ামি কাটানোর জন্য বিভিন্ন পশুপাখির ডাক শোনাই।
advertisement
কৌশিক অধিকারী
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bengali News: কোকিল ডাকছে নাকি অমৃতাভ হরবোলা ধরতে পারবেন না!
Next Article
advertisement
October Horoscope 2025: রাশিফল অক্টোবর ২০২৫: দেখে নিন এই মাস নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
রাশিফল অক্টোবর ২০২৫: দেখে নিন এই মাস নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
  • রাশিফল অক্টোবর ২০২৫

  • দেখে নিন এই মাস কেমন যাবে আপনার ?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement