Bengali News: সাইকেল চালিয়ে বাংলার বিভিন্ন প্রান্তে ঘুরছেন এই যুবক, কারণ জানলে অবাক হবেন
- Published by:kaustav bhowmick
- hyperlocal
- Reported by:RAKESH MAITY
Last Updated:
প্রিয়জিৎ খাঁ সাইকেলে করে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় ঘুরে ঘুরে পরিবেশ সচেতনতার বার্তা দিচ্ছেন
হাওড়া: পরিবেশ সচেতনতার বার্তা দিতে সাইকেলে সওয়ার প্রিয়জিৎ খাঁ। যিনি সারা বাংলা ঘুরে বেড়াচ্ছেন সাইকেলে চেপে। হাওড়ায় বাড়ি। সেখান থেকে রক্তদান সহ পরিবেশ সচেতনতার নানা বার্তা নিয়ে যিনি জেলায় জেলায় পৌঁছে যাচ্ছেন তাঁর সাইকেল নিয়ে। সাইকেলের নানা ব্যানারে জন্যসংযোগের মাধ্যমে একদিকে যেমন রক্তদান করে জীবন বাঁচানোর বার্তা দিচ্ছেন, তেমনই অ্যাম্বুলেন্সকে রাস্তা ছেড়ে দিয়ে মানুষের মূল্যবান জীবন বাঁচানোর বার্তা দিচ্ছেন।
হাওড়ার প্রিয়জিৎ খাঁ সাইকেলে করে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় ঘুরে ঘুরে পরিবেশ সচেতনতার বার্তা দিচ্ছেন। সকলেই যখন নিজের নিজের কাজে ব্যস্ত, তখন পরিবেশ রক্ষার্থে সাধারণ মানুষদের এবং স্কুল পড়ুয়াদের সচেতনতার বার্তা পৌঁছে দিতে পশ্চিমবঙ্গের এ প্রান্ত থেকে ও প্রান্তে সাইকেলে করে ভ্রমণ করছেন প্রিয়জিৎ। তাঁর সাইকেলে রক্তদান, জল সংরক্ষণ, বন্যপ্রাণী সংরক্ষণ সহ নানা সামাজিক বিষয় নিয়ে ব্যানার থাকছে।
advertisement
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
এইভাবে সাইকেলে চেপে মানুষকে নানা বার্তা দিতে দিতে তিনি কখনও পৌঁছে যান হাওড়ার থেকে কলকাতায়। আবার কখনও পুরুলিয়া, বাঁকুড়ার মত জেলাগুলিতে। মানুষের মধ্যে পরিবেশ সচেতনতার বার্তা পৌঁছে দিতে সাইকেলই একমাত্র বিকল্প বলে মনে করেন প্রিয়জিৎ। কারণসাইকেল যাত্রায় প্রচুর মানুষের সঙ্গে জনসংযোগ করা যায় বলে মত তাঁর।
advertisement
রাকেশ মাইতি
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 12, 2024 8:37 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bengali News: সাইকেল চালিয়ে বাংলার বিভিন্ন প্রান্তে ঘুরছেন এই যুবক, কারণ জানলে অবাক হবেন