Bengali News: বিপজ্জনক লেভেল ক্রসিং, শান্তিপুরে প্রাণ হাতে নিয়ে লাইন পারাপার

Last Updated:

রেল লাইনের পাস বরাবর মাটি বসে গিয়ে গোটা এলাকা আর‌ও বিপজ্জনক হয়ে উঠেছে। গেট পড়ার আগের মুহূর্ত অথবা তোলার পরের মুহূর্ত আরও বেশি ভয়ঙ্কর হয়ে ওঠে

লেভেল ক্রসিং সংলগ্ন রাস্তার উঠে গিয়েছে পিচ
লেভেল ক্রসিং সংলগ্ন রাস্তার উঠে গিয়েছে পিচ
নদিয়া: শান্তিপুর রেলওয়ে স্টেশন সংলগ্ন ১ নম্বর রেলগেট লেভেল ক্রসিং এলাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ওই এলাকায় একটি জমজমাট হাট এবং পার্শ্ববর্তী রেল বাজার সহ শান্তিপুরের প্রবেশ পথ হিসাবে পরিচিত। প্রতি ঘণ্টায় সেখানে হাজার হাজার মানুষ যাতায়াত করেন হেঁটে বা সাইকেলে, অটো, রিক্সা, টোটো সহ বিভিন্ন যানবাহনে চড়ে। দুর্ঘটনা প্রায় নিত্যনৈমিত্তিক হয়ে দাঁড়িয়েছে এই এলাকায়।
রেল লাইনের পাস বরাবর মাটি বসে গিয়ে গোটা এলাকা আর‌ও বিপজ্জনক হয়ে উঠেছে। গেট পড়ার আগের মুহূর্ত অথবা তোলার পরের মুহূর্ত আরও বেশি ভয়ঙ্কর হয়ে ওঠে। সেই সময় ভিড় জমে গিয়ে বিপদ ঘটে। ভ্যান, ট্রলি, টোটো প্রায়শই উল্টে যাচ্ছে সাইকেল, স্কুটি কিংবা বাইক নিয়ে পড়ে যাচ্ছেন পথচারীরা। অথচ কেবিনের দায়িত্বে থাকা আধিকারিক কিংবা স্টেশন ম্যানেজার অথবা আরপিএফ-জিআরপি রেলের কেউই এই বিষয়ে মুখ খুলছেন না।
advertisement
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
এদিকে স্থানীয় প্রশাসন বিষয়টি সম্পর্কে অবগত থাকলেও তাঁদের কিছু করার নেই বলে জানিয়েছেন। কারণ জায়গাটি রেলের আওতাধীন। এই বিষয়ে স্থানীয় সাংসদ জগন্নাথ সরকার জানান, অল্প দিনের মধ্যেই মেরামতির কাজ শুরু হবে। এর আগেও এরকম পরিস্থিতি তৈরি হওয়ার পর তিনি ডিআরএম-এর সঙ্গে কথা বলে সমাধানের সমস্যার সমাধান করেছিলেন এবারও করবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন।
advertisement
মৈনাক দেবনাথ
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bengali News: বিপজ্জনক লেভেল ক্রসিং, শান্তিপুরে প্রাণ হাতে নিয়ে লাইন পারাপার
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement