Bengali News: বিপজ্জনক লেভেল ক্রসিং, শান্তিপুরে প্রাণ হাতে নিয়ে লাইন পারাপার
- Published by:kaustav bhowmick
- news18 bangla
- Reported by:MAINAK DEBNATH
Last Updated:
রেল লাইনের পাস বরাবর মাটি বসে গিয়ে গোটা এলাকা আরও বিপজ্জনক হয়ে উঠেছে। গেট পড়ার আগের মুহূর্ত অথবা তোলার পরের মুহূর্ত আরও বেশি ভয়ঙ্কর হয়ে ওঠে
নদিয়া: শান্তিপুর রেলওয়ে স্টেশন সংলগ্ন ১ নম্বর রেলগেট লেভেল ক্রসিং এলাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ওই এলাকায় একটি জমজমাট হাট এবং পার্শ্ববর্তী রেল বাজার সহ শান্তিপুরের প্রবেশ পথ হিসাবে পরিচিত। প্রতি ঘণ্টায় সেখানে হাজার হাজার মানুষ যাতায়াত করেন হেঁটে বা সাইকেলে, অটো, রিক্সা, টোটো সহ বিভিন্ন যানবাহনে চড়ে। দুর্ঘটনা প্রায় নিত্যনৈমিত্তিক হয়ে দাঁড়িয়েছে এই এলাকায়।
আরও পড়ুন: জয়নগরের রাস্তায় পেভার ব্লক!
রেল লাইনের পাস বরাবর মাটি বসে গিয়ে গোটা এলাকা আরও বিপজ্জনক হয়ে উঠেছে। গেট পড়ার আগের মুহূর্ত অথবা তোলার পরের মুহূর্ত আরও বেশি ভয়ঙ্কর হয়ে ওঠে। সেই সময় ভিড় জমে গিয়ে বিপদ ঘটে। ভ্যান, ট্রলি, টোটো প্রায়শই উল্টে যাচ্ছে সাইকেল, স্কুটি কিংবা বাইক নিয়ে পড়ে যাচ্ছেন পথচারীরা। অথচ কেবিনের দায়িত্বে থাকা আধিকারিক কিংবা স্টেশন ম্যানেজার অথবা আরপিএফ-জিআরপি রেলের কেউই এই বিষয়ে মুখ খুলছেন না।
advertisement
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
এদিকে স্থানীয় প্রশাসন বিষয়টি সম্পর্কে অবগত থাকলেও তাঁদের কিছু করার নেই বলে জানিয়েছেন। কারণ জায়গাটি রেলের আওতাধীন। এই বিষয়ে স্থানীয় সাংসদ জগন্নাথ সরকার জানান, অল্প দিনের মধ্যেই মেরামতির কাজ শুরু হবে। এর আগেও এরকম পরিস্থিতি তৈরি হওয়ার পর তিনি ডিআরএম-এর সঙ্গে কথা বলে সমাধানের সমস্যার সমাধান করেছিলেন এবারও করবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন।
advertisement
মৈনাক দেবনাথ
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 05, 2024 9:09 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bengali News: বিপজ্জনক লেভেল ক্রসিং, শান্তিপুরে প্রাণ হাতে নিয়ে লাইন পারাপার