Purba Bardhaman News: সাইকেল থেকে ইলেকট্রিক বাইক! পরিবেশ সচেতনতার বার্তা দিতে হাজার কিলোমিটার পাড়ি বাংলার ছেলের
- Published by:Sanchari Kar
- hyperlocal
- Reported by:Bonoarilal Chowdhury
Last Updated:
Purba Bardhaman News: বিপ্লবের রয়েছে বহু রোমাঞ্চকর অভিযান দার্জিলিং, নেপাল, কেদারনাথ সহ-একাধিক দূরবর্তী স্থানে তিনি সাইকেল চালিয়ে গিয়েছেন পরিবেশ ও সড়ক সচেতনতার বার্তা দিতে। তবে এবার সঙ্গী ইলেকট্রিক বাইক।
পূর্ব বর্ধমান: ‘সেফ ড্রাইভ, সেভ লাইফ’ এবং পরিবেশ সচেতনতা— এই দু’টি গুরুত্বপূর্ণ বার্তা নিয়ে পূর্ব বর্ধমান থেকে বিশাখাপত্তনমের ভাইজ্যাক রওনা দিলেন পূর্ব বর্ধমানের যুবক বিপ্লব দাস। তবে এ যাত্রা মোটেও সাধারণ নয়। পেট্রোলচালিত বাইক নয়, বিপ্লব ছুটছেন একেবারে ইলেকট্রিক বাইকে। বিপ্লবের লক্ষ্য স্পষ্ট। ইলেকট্রিক বাইকও লং ড্রাইভে ব্যবহারযোগ্য। এবং তা পরিবেশবান্ধব। অনেকেই এখনও EV বা ইলেকট্রিক ভেহিকেল ব্যবহারে দ্বিধাগ্রস্ত।
বিপ্লব প্রমাণ করতে চাইছেন যে, এই ধরনের যাত্রা শুধু বাস্তবসম্মতই নয়, বরং পেট্রোলচালিত যানবাহনের তুলনায় অনেক বেশি খরচ সাশ্রয়ী এবং দূষণমুক্ত। বিল্পব এই প্রসঙ্গে বলেছেন, “আমার প্রত্যেকটা জার্নিতেই কিছু না কিছু বার্তা থাকে। সেরকমই এবার আমি ভাইজ্যাক যাচ্ছি ইলেকট্রিক বাইক নিয়ে। এর মাধ্যমে দিতে চাইছি পরিবেশ দূষণ বন্ধ করার বার্তা। তেলের বাইকে পরিবেশ দূষণ হলেও এই ইলেকট্রিক বাইকে কোনও দূষণ হবে না।”
advertisement
বিপ্লব মঙ্গলকোটের এক প্রত্যন্ত গ্রামের ছেলে। বর্তমানে বাজেপ্রতাপপুর, বর্ধমান শহরের স্থায়ী বাসিন্দা। এর আগেও তাঁর রয়েছে বহু রোমাঞ্চকর অভিযান দার্জিলিং, নেপাল, কেদারনাথ সহ-একাধিক দূরবর্তী স্থানে তিনি সাইকেল চালিয়ে গিয়েছেন পরিবেশ ও সড়ক সচেতনতার বার্তা দিতে। তবে এবার সঙ্গী ইলেকট্রিক বাইক।
advertisement
ভাইজ্যাক পৌঁছতে প্রায় দশ দিন সময় লাগবে বলে জানিয়েছেন বিপ্লব। পথের অভিজ্ঞতা তিনি নথিভুক্ত করবেন এবং ফিরে এসে তা সকলের সঙ্গে ভাগ করে নেবেন বলেও জানিয়েছেন। পরিবেশ রক্ষায় যখন গোটা দেশ উদ্বিগ্ন, তখন বিপ্লবের এই উদ্যোগ নিঃসন্দেহে প্রেরণাদায়ক এবং অভিনব। ইলেকট্রিক বাইকের ব্যবহার প্রসারে এই যাত্রা হতে পারে এক নতুন উদাহরণ।
advertisement
বনোয়ারীলাল চৌধুরী
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
June 18, 2025 5:20 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Purba Bardhaman News: সাইকেল থেকে ইলেকট্রিক বাইক! পরিবেশ সচেতনতার বার্তা দিতে হাজার কিলোমিটার পাড়ি বাংলার ছেলের