কালিম্পং ও বর্ধমান, সর্বনিম্ন তাপমাত্রায় মিল দুই শহরে, কোন জেলায় কত ঠান্ডা পড়ল
- Reported by:BISWAJIT SAHA
- news18 bangla
- Published by:Teesta Barman
Last Updated:
পাহাড়ের শহর কালিম্পং আর গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পানাগড়। ভৌগলিক অবস্থানের অনেক পার্থক্য থাকলেও আজ সর্বনিম্ন তাপমাত্রায় মিল রয়েছে দুই শহরের।
#বর্ধমান: কালিম্পং-এর সঙ্গে তাপমাত্রায় পাল্লা দিচ্ছে বর্ধমানের পানাগড়। পাহাড়ের শহর কালিম্পং আর গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পানাগড়। ভৌগলিক অবস্থানের অনেক পার্থক্য থাকলেও আজ সর্বনিম্ন তাপমাত্রায় মিল রয়েছে দুই শহরের।
আজ, বুধবার কালিম্পং-এ সর্বনিম্ন তাপমাত্রা ১১.৫ ডিগ্রি সেলসিয়াস। পশ্চিম বর্ধমানের পানাগড়ের রেকর্ড হয়েছে আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ১১.৮ ডিগ্রি সেলসিয়াস।
আজকের সর্বনিম্ন তাপমাত্রা উত্তরবঙ্গের জেলাগুলিতে কোথায় কত?
★দার্জিলিং ৮.২ ডিগ্রি সেলসিয়াস।
advertisement
★ কোচবিহার ১৩.১ ডিগ্রি সেলসিয়াস
★ কালিম্পং ১১.৫ ডিগ্রি সেলসিয়াস।
★ জলপাইগুড়ি ১৩.৫ ডিগ্রি সেলসিয়াস।
★ মালদা ১৭.৫ ডিগ্রি সেলসিয়াস।
advertisement
গাঙ্গেয় পশ্চিমবঙ্গে কোথায় কত তাপমাত্রা?
★কলকাতা ১৬.৯ ডিগ্রি সেলসিয়াস।
★ বাঁকুড়া ১৪.৫ ডিগ্রি সেলসিয়াস।
★ বহরমপুর ১৪.২ ডিগ্রি সেলসিয়াস।
★ পুরুলিয়া ১৩.৫ ডিগ্রি সেলসিয়াস।
★ পানাগড় ১১.৮ ডিগ্রি সেলসিয়াস।
★ আসানসোল ১৪.৭ ডিগ্রি সেলসিয়াস।
★ ব্যারাকপুর ১৪.৮ ডিগ্রি সেলসিয়াস।
★ বীরভূমের শ্রীনিকেতনে ১৪.১ ডিগ্রি সেলসিয়াস।
পূর্ব ভারতেও তাপমাত্রা কমছে। ডালটনগঞ্জে এদিন সর্বনিম্ন তাপমাত্রা ৯.৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে এবং গয়াতে সর্বনিম্ন তাপমাত্রা ১০.২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে। আগামী চার দিনে পূর্ব ভারতের বিভিন্ন রাজ্যের তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি পর্যন্ত নামতে পারে বলে পূর্বাভাস আবহাওয়া দফতরের।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
Nov 23, 2022 11:22 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
কালিম্পং ও বর্ধমান, সর্বনিম্ন তাপমাত্রায় মিল দুই শহরে, কোন জেলায় কত ঠান্ডা পড়ল









