Jhargram News : দারুণ খবর ! বেলপাহাড়ি গ্রামীণ হাসপাতালে চালু হতে চলেছে প্রসূতিদের জন্য সিজার পরিষেবা
- Published by:Sovan Goswami
- hyperlocal
- Reported by:BUDDHADEV BERA
Last Updated:
বেলপাহাড়ির বাসিন্দাদের জন্য খুশির খবর। রাজ্য সরকারের উদ্যোগে বেলপাহাড়ি গ্রামীণ হাসপাতালে শুরু হতে চলেছে প্রসূতি মায়েদের জন্য সিজার পরিষেবা। তৈরি হবে রক্ত সংরক্ষণ ইউনিট।
ঝাড়গ্রাম : বেলপাহাড়ি গ্রামীণ হাসপাতালে শুরু হতে চলেছে প্রসূতি মায়েদের জন্য সিজার পরিষেবা।বেলপাহাড়ির প্রত্যন্ত এলাকার মানুষজনকে চিকিৎসা পরিষেবার জন্য ভরসা রাখতে হয় ঝাড়গ্রাম জেলা সদরের ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজ ও হাসপাতালে উপর। বেলপাহাড়ি গ্রামীণ হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পাশাপাশি রোগীদের ভরতিরেখে চিকিৎসা পরিষেবা থাকলেও প্রসূতি মায়েদের জন্য ছুটতে হয় ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজে। কিন্তু এবার সেই সমস্যা দূর হতে চলেছে। বেলপাহাড়ি গ্রামীণ হাসপাতালে সিজারের মাধ্যমে প্রসব হবে এবং তৈরি হবে ব্লাড সংরক্ষণ ইউনিট। যার ফলে বেলপাহাড়ি থেকে ৪০ কিলোমিটার দূরে ঝাড়গ্রাম আসতে হবে না প্রসূতি মায়েদের। ভোগান্তি দূর হওয়ার পাশাপাশি চাপও কমবে ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজ ও হাসপাতালের।
রাজ্য স্বাস্থ্য দফতরের অধিকর্তা স্বপন সোরেন বৃহস্পতিবার ঝাড়গ্রামে স্বাস্থ্য পরিষেবা পরিদর্শনে এসে বলেন,”বেলপাহাড়ি গ্রামীণ হাসপাতালে আমরা সিমক্স সেন্টার তৈরি করতে চলেছি। কোন প্রসূতি মায়ের যদি সিজারেশন বা অপারেশন করতে হয় তা করা যাবে। সিজারেশন বা অপারেশন করার জন্য একটা ব্লাড সংরক্ষণ ইউনিটের প্রয়োজন হয়। সেই ব্লাড সংরক্ষণ ইউনিটেরও বন্দোবস্ত করা হবে। সুতরাং দূরবর্তী কোন মেডিক্যাল কলেজে যেতে হবে না গ্রামীণ হাসপাতালেই এই পরিষেবা পাওয়া যাবে”। রাজ্যের পালাবাদলের পর জঙ্গলমহলের স্বাস্থ্যপরিকাঠাম ঢেলে সাজানোহয়েছে। গ্রামেগঞ্জে তৈরি হয়েছে গ্রামীণ মানুষের স্বাস্থ্য পরিষেবার জন্য সুস্বাস্থ্য কেন্দ্র। ব্লক এ রয়েছে গ্রামীণ হাসপাতাল এবং ঝাড়গ্রাম জেলায় তৈরি করা হয়েছিল তিনটি সুপার স্পেশালিটি হাসপাতাল।
advertisement
advertisement
বেলপাহাড়ি এলাকার বাসিন্দা কাজল কান্তি পাল বলেন,”বেলপাহাড়ি থেকে গাড়িতে করে ঝাড়গ্রাম নিয়ে যেতে হয় যদি সিজার করার থাকে। রাস্তায় যেমন ভোগান্তি রয়েছে ঠিক তেমন জীবন হানির আশঙ্কা থাকে। বেলপাহাড়ি গ্রামীণ হাসপাতালে সিজার পরিষেবা চালু হলে এই এলাকার প্রসূতি মায়েরা ভোগান্তি থেকে মুক্তি পাবে। দ্রুত চালু হলে খুবই ভালো হয়”। বিনপুর দু’নম্বর ব্লক পঞ্চায়েত সমিতির সভাপতি বিকাশ সিং সর্দার বলেন,”হাসপাতালে এই পরিষেবা চালু হলে আমাদের এখানকার প্রত্যন্ত এলাকার মানুষজনকে আর ঝাড়গ্রাম ছুটতে হবে না। এই উদ্যোগ গ্রহণ করার জন্য মুখ্যমন্ত্রীকে আমি ধন্যবাদ জানাই”।
advertisement
“আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন“
ঝাড়গ্রাম, নয়াগ্রাম ও গোপীবল্লভপুর সুপার স্পেশালিটি হাসপাতাল। তার মধ্যে ঝাড়গ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালকে ঝাড়গ্রাম গভমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে রূপান্তর করা হয়েছে। পঠন পাঠনশুরু হয়েছে মেডিকেল কলেজের।কিন্তু বেলপাহাড়ির মানুষের দীর্ঘদিনের অভিযোগ ছিল বেলপাহাড়িকে চিকিৎসা পরিষেবা থেকে বঞ্চিত রাখা হয়েছে। দীর্ঘদিন থেকে পড়ে থাকা বেলপাহাড়ি গ্রামীণ হাসপাতালের তেমন কোনও উন্নয়ন হয়নি। কিন্তু এবার সিজার পরিষেবা চালু হওয়ার খবর কানে আসতে খুশি বেলপাহাড়ির মানুষজন।
advertisement
বুদ্ধদেব বেরা
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
February 14, 2025 3:53 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Jhargram News : দারুণ খবর ! বেলপাহাড়ি গ্রামীণ হাসপাতালে চালু হতে চলেছে প্রসূতিদের জন্য সিজার পরিষেবা