Galsi Covid 19 Vaccine : অভিনব উদ্যোগ, ড্রপ বক্সে নাম জমা দিলেই মিলছে করোনার ভ্যাকসিন
- Published by:Arpita Roy Chowdhury
Last Updated:
পূর্ব বর্ধমানের (East Burdwan) গলসি (Galsi) ২ নম্বর ব্লকের ছবিটা একটু হলেও আলাদা
গলসি : রাজ্যের মডেল হতেই পারে এই ব্যবস্থা । রাত জেগে লাইনে দাঁড়ানোর ব্যাপার নেই । ড্রপ বক্সে নাম জমা দিলেই মিলছে ভ্যাকসিন (Corona Virus Vaccine) ।
রাজ্য জুড়ে ভ্যাকসিন নিয়ে সাধারণ মানুষের অভাব অভিযোগ দুর্ভোগের অন্ত নেই । হয়রানির চিত্রটা নিত্যদিনের । ভোর থেকে দীর্ঘ লাইনের যেমন দেখা মেলে তেমনই ভ্যাকসিন নেওয়াকে কেন্দ্র করে মারধরের ঘটনাও ঘটছে প্রায়ই ।
তবে পূর্ব বর্ধমানের (East Burdwan) গলসি (Galsi) ২ নম্বর ব্লকের ছবিটা একটু হলেও আলাদা । এই ব্লকে সাধারণ মানুষের ভ্যাকসিন ভোগান্তি নেই । সৌজন্যে গলসি ২ নং ব্লকের বিডিও সঞ্জীব সেন । তিনিই নিয়েছেন বিশেষ উদ্যোগ ।
advertisement
advertisement
ব্লক অফিসে ঢুকতেই আপনার চোখে পড়বে প্রতি পঞ্চায়েতের নাম ধরে সারিবদ্ধ ভাবে সাজানো আছে বাক্স । সেই বাক্সেই নির্দিষ্ট পঞ্চায়েত অনুযায়ী ভ্যাকসিনের জন্য আধার কার্ড ও ফোন নম্বার দিয়ে আবেদনপত্র জমা করছেন ব্লকের বাসিন্দারা । দিনে তিনবার সেই বাক্স খোলা হচ্ছে। যাচাই করা হচ্ছে আবেদনপত্র । তার পরই ভ্যাকসিনের জন্য ভ্যাকসিন সেন্টারের নাম ও সময় সম্বলিত টোকেন আবেদনকারীর বাড়িতে পৌঁছে দিচ্ছেন আশাকর্মীরা । সেই টোকেন নিয়ে নির্দিষ্ট সময়ে ভ্যাকসিন কেন্দ্রে পৌঁছলেই কোনও রকম হয়রানি ছাড়াই মিলছে ভ্যাকসিন ।
advertisement
গলসি ২ নম্বর ব্লকের বিডিও সঞ্জীব সেন জানিয়েছেন, গলসি, কুরকুবা, খানো, সাটিনন্দী, ভূঁড়ি, সাঁকো, গোহগ্রাম, মসজিদপুর, আদ্রা- এই নয়টি গ্রাম পঞ্চায়েতের মানুষ করোনা ভ্যাকসিনের জন্য আবেদনপত্র জমা দিতে পারবেন ।
জমা পড়া আবেদনপত্র নিয়ে বরাদ্দ অনুযায়ী পঞ্চায়েত ভিত্তিক মানুষকে টিকা প্রদান করা হবে বলে জানা গিয়েছে । তার জন্য বিডিও অফিসে একটি টিম কাজ করছেন প্রতিদিন।
advertisement
সঞ্জীব বাবু জানান, গলসি ২ নম্বর ব্লকে প্রায় ১ লক্ষ ২০ হাজার ভোটার আছেন । যেহেতু ভ্যাকসিন প্রদানের বয়সও ১৮ বছরের ঊর্ধ্বে, তাই প্রাথমিক ভাবে এই ১ লক্ষ ২০ হাজার জনকেই ভ্যাকসিন দেবার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে । এখনও পর্যন্ত প্রায় ৪০ হাজার জনকে করোনা ভাইরাসের টিকার প্রথম ডোজের ভ্যাকসিন দেওয়াও হয়েছে । প্রথম দিনই এই ড্রপ বক্সে প্রায় ৩৮০০ টি আবেদনপত্র জমা পড়েছে । এমন উদ্যোগে খুশি এলাকার বাসিন্দারা ।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
September 07, 2021 10:19 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Galsi Covid 19 Vaccine : অভিনব উদ্যোগ, ড্রপ বক্সে নাম জমা দিলেই মিলছে করোনার ভ্যাকসিন