Digha News: বাড়ির তালা ভেঙে বৃদ্ধাকে উদ্ধার, এগিয়ে এলেন বিডিও স্বয়ং!
- Published by:Rachana Majumder
- news18 bangla
Last Updated:
Digha News: গত দু'দিন ধরে ঐ বৃদ্ধার কোন সাড়াশব্দ পাচ্ছিলেন না প্রতিবেশীরা। তাঁরা স্থানীয় গ্রাম পঞ্চায়েত প্রশাসনকে বিষয়টি জানান। গ্রাম পঞ্চায়েত ব্লক প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে।
দিঘা: প্রশাসনের তৎপরতায় প্রাণ বাঁচল এক বৃদ্ধার। বাড়ির তালা ভেঙে অসুস্থ অবস্থায় বৃদ্ধাকে উদ্ধার করে হাসপাতালে পাঠাল প্রশাসন। গত দু'দিন ধরে ঐ বৃদ্ধার কোন সাড়াশব্দ পাচ্ছিলেন না প্রতিবেশীরা। তাঁরা স্থানীয় গ্রাম পঞ্চায়েত প্রশাসনকে বিষয়টি জানান। গ্রাম পঞ্চায়েত ব্লক প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে। ব্লক প্রশাসনের উপস্থিতিতে পুলিশ ও দমকল বিভাগের কর্মীরা অসুস্থ বৃদ্ধাকে উদ্ধার করে দিঘা মোহনা থানার উত্তর খাদালগোবরা গ্রাম থেকে। ১৬ মে সোমবার সন্ধের পর রামনগর এক ব্লকের বিডিও বিষ্ণুপদ রায়ের উপস্থিতিতে উদ্ধার করে দিঘা স্টেট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। বাড়িতে একাই থাকতেন তিনি। পরিবারের লোকজনের সঙ্গে যোগাযোগের চেষ্টা চালাচ্ছে পুলিশ।
আরও পড়ুন : কে এই সাগ্নিক? কী করেন? চিনে নিন পল্লবীর 'লিভ ইন' সঙ্গী, 'আদুরে' অ্যালবামের নায়ককে!
ব্লক প্রশাসন সূত্রে জানা যায়, ঘর বন্ধ অবস্থায় গত দু’দিন ধরে ওই বৃদ্ধা অসুস্থ অবস্থায় পড়েছিলেন। এদিন বিডিও বিষ্ণুপদ রায় তা জানার পরই দিঘা থানা ও দিঘা মোহনা কোস্টাল থানার পুলিশ ও দমকলের লোকজনদের নিয়ে সেখানে হাজির হন। এরপর দরজা ভেঙে অসুস্থ বৃদ্ধাকে হাসপাতালে ভর্তি করার ব্যবস্থা করেন। বর্তমানে দিঘা স্টেট জেনারেল হাসপাতালে বৃদ্ধার চিকিৎসা চলছে। শারীরিক দুর্বলতা রয়েছে। কথাবার্তা স্পষ্ট করে বলতে পারছেন না।
advertisement
বিডিও বিষ্ণুপদ রায় বলেন, 'ঘরের মধ্যে আলো-পাখা চললেও দু'দিন ধরে কোনও সাড়াশব্দ পাওয়া যাচ্ছিল না বৃদ্ধার। সোমবার খবর পেয়েই উদ্ধারের ব্যবস্থা নেওয়া হয়।' স্থানীয়রা জানিয়েছেন, অসুস্থ ওই বৃদ্ধার নাম রীতা দেব (৭০)। ত্রিপুরার ডেপুটি কালেক্টর ছিলেন তিনি। অবসর গ্রহণের পর ৫ বছর হল উত্তর খাদালগোবরা এলাকায় বাড়ি বানিয়ে বসবাস করতেন। বাড়িতে একাই থাকতেন তিনি। শারীরিক অসুস্থতার কারণেই কথাবার্তা বলতে পারছেন না রীতা দেবী।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 17, 2022 2:09 PM IST