Hooghly News: কাঁটা তারের দূরত্ব ঘোচাচ্ছে বাউল গান! দুই বাংলার লোকশিল্পীদের মিলন ক্ষেত্র লালন উৎসব
- Reported by:RAHI HALDAR
- hyperlocal
Last Updated:
জিরাট লালন উৎসবে বাউল ফকিরদের গানের সুর শুনতেই প্রতিদিন ভিড় জমাচ্ছেন জেলার বিভিন্ন প্রান্তের মানুষ
হুগলি: দেশ স্বাধীন হওয়ার আগেই বিভক্ত হতে হয়েছে। ১৯৪৭সে শুধু দেশ স্বাধীন হয়নি তার সঙ্গে হয়েছিল, দেশ ভাগ। আর হয়েছে জায়গা ভাগ , এমন কি ভাগ হয়েছে মানুষ ও । শুধু ভাগ হয়নি গান। ভাগ হয়নি শিল্প। ভাগ হয়নি লালন সাঁই ভাগ হয়নি বাউল ফকির। তাই দুই বাঙলার লোকও শিল্পীকে এক সুতোয় গাঁথার এক অভিনব প্রয়াস চলছে হুগলির জিরাটে। শুরু হয়েছে সেখানে দুই বাংলার অবিভক্ত গানের মেলা লালন উৎসব।
এপার বাংলা ওপার বাংলার মধ্যে যে কাঁটাতারের বেড়া, তাকে অতিক্রম করে পাখির মতন উড়ে বেড়ায় বাউল ফকিরদের গান। দুই দেশের মধ্যেই বাজে একই গানের সুর। জিরাট লালন উৎসবে সেই গানের সুর শুনতেই প্রতিদিন ভিড় জমাচ্ছেন জেলার বিভিন্ন প্রান্তের মানুষ।
advertisement
advertisement
সামনেই জয়দেবের মেলা, জয়দেবের মেলা বাউল সংগীত শিল্পীদের কাছে এক মিলন উৎসব। সেই মিলন উৎসবের আগে আবারও এক অন্য মিলন উৎসবে দেখা গেল দেশের নামজাদা বাউল শিল্পীদের। বাংলাদেশ থেকে বহু বাউল শিল্পী তারা গান শোনাতে এসেছেন জিরাটের এই লালন উৎসবে।
একইসঙ্গে এই বাংলার বহু বাউল ফকির রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন মাটির গানের টানে। ১১ ই জানুয়ারি থেকে শুরু হয়েছে জিরাটের বাউল ফকির দের নিয়ে লালন উৎসব চলে ১৪ জানুয়ারি পর্যন্ত। রাজ্যের বিভিন্ন জেলা ও বাংলাদেশ থেকে যেমন আসছেন শিল্পীরা তেমনি রাজ্যের নানান এই গান শুনতে শ্রোতারাও আসছেন দেশ বিদেশ থেকে।
advertisement
রাহী হালদার
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 13, 2024 6:07 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Hooghly News: কাঁটা তারের দূরত্ব ঘোচাচ্ছে বাউল গান! দুই বাংলার লোকশিল্পীদের মিলন ক্ষেত্র লালন উৎসব