মানুষ দেখলেই তেড়ে এসে কামড়াচ্ছে! কুকুরের আতঙ্কে কাঁটা বসিরহাটের গ্রাম, আক্রান্ত ৫০

Last Updated:

সরূপনগর কাজদহ গ্রামে কুকুরের আক্রমণে ৫০ জনের বেশি আহত, ১৫ জন এখনও হাসপাতালে। আতঙ্কে গ্রামবাসীরা, প্রশাসনের দ্রুত পদক্ষেপের দাবি। পুলিশ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।

কাজদহ গ্রামে কুকুরের হামলা, ৫০ জন আহত, আতঙ্কে গ্রামবাসী
কাজদহ গ্রামে কুকুরের হামলা, ৫০ জন আহত, আতঙ্কে গ্রামবাসী
অনুপম সাহা, সরূপনগর: সকাল থেকে কুকুরের আতঙ্কে ত্রস্ত বসিরহাট মহকুমার কাজদহ গ্রাম। এলোমেলো ভাবে গ্রামবাসীদের কামড়ে জখম করেছে একাধিক কুকুর। শিশু, কিশোর, নারী, বৃদ্ধ—কারও প্রতিই আক্রমণাত্মক আচরণে ছাড় দিচ্ছে না বলে অভিযোগ স্থানীয়দের। হাতে, পায়ে, পিঠে, এমনকি মাথায়ও কামড়ের চিহ্ন নিয়ে একের পর এক মানুষকে হাসপাতালে যেতে দেখা গেছে।
গ্রামবাসীরা জানিয়েছেন, মানুষ দেখলেই কুকুরগুলি দল বেঁধে ছুটে এসে কামড়াচ্ছে। আতঙ্কে সকাল থেকে পথে বেরোতে ভয় পাচ্ছেন অনেকেই।
advertisement
ইতিমধ্যেই ৫০ জনের বেশি আক্রান্তকে সরাপুল গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা হয়েছে। তাঁদের মধ্যে বেশ কয়েকজনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হলেও মহিলা, শিশু ও পুরুষ মিলিয়ে এখনও ১৫ জনের বেশি চিকিৎসাধীন রয়েছেন।
advertisement
ঘটনার জেরে এলাকায় তীব্র আতঙ্ক তৈরি হয়েছে। কুকুরগুলিকে ধরে টিকাকরণ বা নিয়ন্ত্রণে আনার জন্য প্রশাসনের দ্রুত উদ্যোগের দাবি জানিয়েছেন গ্রামবাসীরা। সরূপনগর থানার পুলিশ ঘটনার খবর পেয়েই এলাকায় যায় এবং পরিস্থিতি খতিয়ে দেখছে।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
মানুষ দেখলেই তেড়ে এসে কামড়াচ্ছে! কুকুরের আতঙ্কে কাঁটা বসিরহাটের গ্রাম, আক্রান্ত ৫০
Next Article
advertisement
Indigo Update: ৯৫ শতাংশ গন্তব্যে ফের পরিষেবা শুরু, কেন্দ্রের কড়া বার্তার পর তৎপর ইন্ডিগো!
৯৫ শতাংশ গন্তব্যে ফের পরিষেবা শুরু, কেন্দ্রের কড়া বার্তার পর তৎপর ইন্ডিগো!
  • অবশেষে ইন্ডিগো-র পরিষেবায় উন্নতি৷

  • ৯৫ শতাংশ গন্তব্যে ফের পরিষেবা শুরু৷

  • শনিবারও সংস্থার ৮৫০ উড়ান বাতিল৷

VIEW MORE
advertisement
advertisement