বসিরহাটে মিশরীয় সভ্যতা! রানী ক্লিওপেট্রা, রাজা তুতেনখামেন...! মমি, পিরামিডের নিখুঁত প্রতিরূপ, গা ছমছম করা মিশরের মিউজিয়াম ঘুরে দেখুন

Last Updated:

Basirhat Egypt Museum: মিশরের বালুকাময় মরুভূমি আর রহস্যময় পিরামিডের জগৎ এবার হাজির বসিরহাটেই। ঘোষবাড়িতে নিখুঁত অবয়বে ফুটে উঠেছে একটুকরো মিশরীয় সভ্যতা। রয়েছে পিরামিডের প্রতিরূপ, ফ্যারাওদের মূর্তি, মমিও। বিশেষ আকর্ষণ রানী ক্লিওপেট্রা ও রাজা তুতেনখামেনের নিখুঁত প্রতিচ্ছবি।

+
বসিরহাটে

বসিরহাটে মিশরীয় সভ্যতা

বসিরহাট, উত্তর ২৪ পরগনা, জুলফিকার মোল্যা: বসিরহাটে মিশরের ছোঁয়া। ঘোষবাড়িতে সাজানো হয়েছে প্রাচীন মিশরীয় সভ্যতার নিদর্শন। মিশরের বালুকাময় মরুভূমি আর রহস্যময় পিরামিডের জগৎ এবার হাজির বসিরহাটেই। সুদূর মিশরে না গিয়েও এবার প্রাচীন মিশরীয় সভ্যতার নিদর্শন দেখার সুযোগ মিলছে বসিরহাটের ঘোষবাড়িতে। চোখে পড়ছে পিরামিডের প্রতিরূপ, ফ্যারাওদের মূর্তি, তৎকালীন যুগে ব্যবহৃত নানা সামগ্রী, চিকিৎসা ব্যবস্থা, এমনকি মমিও। বিশেষ আকর্ষণ রানী ক্লিওপেট্রা ও রাজা তুতেনখামেনের নিখুঁত প্রতিচ্ছবি।
উত্তর ২৪ পরগনার বসিরহাটের অন্যতম জনপ্রিয় জায়গা এই ঘোষবাড়িতে একপ্রকার নিখুঁত অবয়বে ফুটে উঠেছে এক ক্ষুদে মিশর জাদুঘর। নিপুণ হাতের কারুকার্যে ফুটিয়ে তোলা হয়েছে মিশরের ইতিহাস ও সংস্কৃতি। একদিকে যেমন সাধারণ দর্শনার্থীরা মুগ্ধ হচ্ছেন, তেমনই ছাত্রছাত্রী ও সাধারণ জ্ঞানপিপাসু মানুষদের কাছে এটি হয়ে উঠেছে এক অনন্য শিক্ষণীয় অভিজ্ঞতা।
advertisement
আরও পড়ুনঃ রাত হলেই চালের গন্ধে বাড়ে তাদের আনাগোনা! বন্যার পর নতুন আতঙ্ক ডুয়ার্সে, উড়েছে শান্তির ঘুম! রাতভর পাহারা
স্থানীয়দের দাবি, ঘোষবাড়ির এই অনন্য উদ্যোগ বসিরহাটকে এনে দিয়েছে এক বিশেষ সাংস্কৃতিক পরিচয়। যেখানে ইতিহাস, কল্পনা ও শিল্প মিশে গিয়েছে এক অপূর্ব সেতুবন্ধনে। দর্শনার্থীরা বলছেন, ‘এ যেন বসিরহাটেই মিশরের সফর!’ এখানে প্রতিদিনই ভিড় জমছে স্কুল-কলেজের ছাত্রছাত্রী থেকে শুরু করে নানা বয়সের দর্শকের।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
আয়োজকদের উদ্যোগে বিশেষ অডিও গাইডও রাখা হয়েছে, যিনি দর্শনার্থীদের মিশরীয় সভ্যতা ইতিহাস সম্পর্কে বিস্তারিত জানাবেন। অনেকেই বলছেন, এমন অভিনব উদ্যোগ শুধু বিনোদন নয়, শিক্ষার ক্ষেত্রেও তৈরি করছে নতুন দিগন্ত।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
বসিরহাটে মিশরীয় সভ্যতা! রানী ক্লিওপেট্রা, রাজা তুতেনখামেন...! মমি, পিরামিডের নিখুঁত প্রতিরূপ, গা ছমছম করা মিশরের মিউজিয়াম ঘুরে দেখুন
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement