টাকার লেনদেন নিয়ে দীর্ঘদিনের বিবাদ! বসিরহাটের ফতুরহাটিতে কাজে বেরিয়ে খুন যুবক!

Last Updated:

বসিরহাটের ফতুরহাটি এলাকায় টাকা-পয়সা লেনদেনকে কেন্দ্র করে আসাদুল মণ্ডল খুন হন। বাঁশবাগানে তার দেহ উদ্ধার, পুলিশ তদন্ত শুরু করেছে।

News18
News18
অনুপম সাহা, বসিরহাট: বসিরহাট থানার ফতুরহাটি এলাকায় খুনের ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে। টাকা-পয়সা লেনদেনকে কেন্দ্র করে এই খুন বলে প্রাথমিকভাবে মনে করছেন এলাকার বাসিন্দারা। মৃতের নাম আসাদুল মণ্ডল (২৫)।
পুলিশ সূত্রে জানা গেছে, ফতুরহাটি এলাকার বাসিন্দা আসাদুল প্রতিদিনের মতোই গতকাল কলকাতায় কাজে গিয়েছিলেন। কাজ সেরে প্রতিদিনই বাড়ি ফিরলেও গতরাতে আর ফেরেননি তিনি। ভোরবেলা বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দূরের বাঁশবাগানের ভিতর তার রক্তাক্ত দেহ উদ্ধার হলে এলাকায় চাঞ্চল্য ছড়ায়।
advertisement
advertisement
স্থানীয়দের অভিযোগ, টাকা-পয়সার লেনদেন নিয়ে দীর্ঘদিন ধরে বিবাদ চলছিল, এবং সেই কারণেই আসাদুলকে খুন করা হয়েছে বলে তাঁদের ধারণা। খবর পেয়ে ঘটাস্থলে পৌঁছেছে বসিরহাট থানার পুলিশ। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। খুনের রহস্য উদ্ঘাটনে তদন্ত শুরু করেছে পুলিশ।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
টাকার লেনদেন নিয়ে দীর্ঘদিনের বিবাদ! বসিরহাটের ফতুরহাটিতে কাজে বেরিয়ে খুন যুবক!
Next Article
advertisement
Indigo Update: ৯৫ শতাংশ গন্তব্যে ফের পরিষেবা শুরু, কেন্দ্রের কড়া বার্তার পর তৎপর ইন্ডিগো!
৯৫ শতাংশ গন্তব্যে ফের পরিষেবা শুরু, কেন্দ্রের কড়া বার্তার পর তৎপর ইন্ডিগো!
  • অবশেষে ইন্ডিগো-র পরিষেবায় উন্নতি৷

  • ৯৫ শতাংশ গন্তব্যে ফের পরিষেবা শুরু৷

  • শনিবারও সংস্থার ৮৫০ উড়ান বাতিল৷

VIEW MORE
advertisement
advertisement