Migrant Labour : কেরলে কাজে গিয়ে দুর্ঘটনা, প্রাণ গেল বাসন্তীর শ্রমিকের! ঘর চলবে কী করে, চিন্তায় দিশেহারা পরিবার

Last Updated:

Migrant Labour : বাসন্তীর এক পরিযায়ী শ্রমিকের মৃত্যু হল কেরলে। গাছ থেকে পড়ে গুরুতর জখম হয়েছিলেন তিনি।

প্রতিকী ছবি
প্রতিকী ছবি
দক্ষিণ ২৪ পরগনা, বাসন্তী, সুমন সাহা : বাসন্তীর এক পরিযায়ী শ্রমিকের মৃত্যু হল কেরলে। পরিবার সূত্রের খবর, ৭ নভেম্বর গাছ থেকে পড়ে গুরুতর জখম হয়েছিলেন আবু বক্কর লস্কর (৩৬)। পাঁচ দিন সেখানে হাসপাতালে চিকিৎসার পরে এদিন দুপুরে মৃত্যু হয়েছে তাঁর।
পরিবারের অভিযোগ, ঘটনার খবর পেয়ে বাসন্তী ব্লক প্রশাসনের সঙ্গে যোগাযোগ করা হলেও দেহ আনার ব্যাপারে প্রথমে উদ্যোগ নেননি তারা। এরপর পরিবারের সদস্যরা বাসন্তীর ফুলমালঞ্চ পঞ্চায়েতের প্রাক্তন প্রধান ইয়ুদ আলি শেখের উদ্যোগে সারা ভারত কৃষক সভার সাধারণ সম্পাদক বিজু কিসানের সহযোগিতায় কেরলের বাম কর্মীরা দেহ নিয়ে আসার ব্যবস্থা করেছেন।
advertisement
advertisement
দেহ বিমানে করে কলকাতায় পৌঁছনোর কথা। ইয়ুদ বলেন, আমি নিজে বাসন্তীর বিডিওর সঙ্গে যোগাযোগ করলেও কোনও সরকারি সাহায্য পাইনি। পরে দলের নেতৃত্বকে বিষয়টি জানাতে তাঁরা এগিয়ে আসেন।‌ যদিও এ ব্যাপারে বাসন্তীর বিডিও সঞ্জীব সরকারের প্রতিক্রিয়া মেলেনি। অন্যদিকে এই খবর পরিবারের কাছে এসে পৌঁছলে কান্নায় ভেঙে পড়েন সকলে।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
advertisement
এ প্রসঙ্গে পরিবারের এক সদস্য বলেন, তিনি বহুবার কেরালায় কাজে গিয়েছেন, তবে প্রতিবারে কাজ সেরে বাড়ি ফিরেছেন। কিন্তু এবারে আর সে বাড়ি ফিরতে পারলেন না। এভাবে তার মৃত্যু হবে তা ভেবে উঠতে পারছি না। আবু বক্কার ছিল পরিবারের প্রধান উপার্জনকারী। তার টাকাতেই চলত সংসার। এভাবে তাঁর মৃত্যুর কারণে কীভাবে সংসার চলবে, তা ভেবে উঠতে পারছেন না পরিবারের সদস্যরা।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Migrant Labour : কেরলে কাজে গিয়ে দুর্ঘটনা, প্রাণ গেল বাসন্তীর শ্রমিকের! ঘর চলবে কী করে, চিন্তায় দিশেহারা পরিবার
Next Article
advertisement
West Bengal Weather Update: দক্ষিণে তাপমাত্রার খুব একটা হেরফের হবে না, উত্তরবঙ্গে কেমন থাকবে আবহাওয়া, দেখে নিন
দক্ষিণে তাপমাত্রার খুব একটা হেরফের নেই, উত্তরবঙ্গে কেমন থাকবে আবহাওয়া, দেখে নিন
  • দক্ষিণে তাপমাত্রার খুব একটা হেরফের হবে না

  • উত্তরবঙ্গে কেমন থাকবে আবহাওয়া

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement