Basanta Utsav 2025: যাদবপুরের অশান্তির ইফেক্ট বসন্ত উৎসবে! লেডিস ক্লাবের সদস্যদের মুখে বিষাদের সুর
- Published by:Purnendu Mondal
- hyperlocal
- Reported by:JULFIKAR MOLLA
Last Updated:
আবির খেলায় চোখ, শরীর ঠিক রাখতে হবে তো, ব্যবহার করুন এই রঙ
উত্তর ২৪ পরগনা: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভেষজ রঙের ঘাটতি মেটাতে টাকি গভর্নমেন্ট কলেজ থেকে আনা হচ্ছে নানা রঙের আবির। ভেষজ রঙের খেলায় বসন্ত উৎসবের মেতেছে বসিরহাটের লেডিস ক্লাব দিচ্ছেন সচেতনতার বার্তা। বসন্ত উৎসবে একে অপরকে রাঙিয়ে দেওয়ার মধ্যে কোথাও যেন একটা বিষাদের সুর শোনা গেল।
বসিরহাট লেডিস ক্লাবের প্রায় ২০০ জন মহিলা সদস্য রয়েছে যারা প্রতিবছর একটি বাগান বাড়িতে বসন্ত উৎসবে প্রস্তুতি নিয়ে সবাই একসঙ্গে মিলিত হন। এবার যেমন সদস্য সংখ্যাটা অনেকটা কমেছে। অন্যদিকে কোথাও যেন একটা আক্ষেপের সুর প্রতিবছর যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে ভেষজ যুক্ত বিভিন্ন পাতার তৈরি আবীর ও রং আনা হত সেগুলো এবার আনা হয়নি।
advertisement
আরও পড়ুন: বাইকের সাইলেন্সারের ভিতরে কী! বসিরহাটে বাইক ঘিরে ধরতেই যা বেরল, শুনে বিশ্বাসই করছে না কেউ!
advertisement
‘যাদবপুরে যেভাবে অশান্তি চলছে তাতে সেই ভেষজ যুক্ত রং আনতে পারিনি।’ উদ্যোক্তাদের গলায় সেটাও শোনা গেল। কিন্তু পাশাপাশি এই খামতি মেটাতে এবার তাকে গভর্নমেন্ট কলেজ থেকে ভেষজ যেসব পাতার তৈরি আবির যুক্ত রং সেইগুলো নিয়ে একে অপরকে রাঙিয়ে দিয়ে নাচ, গানের মধ্য দিয়ে বসন্ত উৎসবে মেতেছে। শুধু একে অপরের মধ্যে আলিঙ্গন নাচ গান আবৃত্তি বীরভূমের সোনাঝুরি আদলে হাতের তৈরি কুটির শিল্প পসরা সাজিয়ে বসেছেন লেডিস ক্লাবের সদস্যরা। উদ্যোক্তা অমৃতা পাঠক জানান, ‘প্রতিবছর প্রায় দুই শতাধিক সদস্য সংখ্যা হয়, এবার অনেকটাই কমেছে। কারণ যেসব ভেষজ রং আনা হত সেগুলো এবার আনা হয়নি।’
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
তার কিছুটা ঘাটতি মিটিয়েছে এই কলেজ তার মধ্যে যেই তারা নাচ গান আবৃত্তি লাঠি ও ডান্ডি নাচের মধ্য দিয়ে বসন্ত উৎসবের প্রস্তুতি শুরু করল তারা বলেন। কেমিক্যাল যুক্ত রঙ না ব্যবহার করে সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে ভেষজ রং ব্যবহার করুন তাতে সুস্থ শারীরিকভাবে সুস্থ থাকবেন পাশাপাশি ছোট ছোট শিশুরা রং মাখতে কোনও অসুবিধা হবে না। একদিকে চোখ, শারীরিক সুস্থতা থাকবে বেশি পরিমাণে ভেষজ রং ব্যবহার করুন।
advertisement
জুলফিকার মোল্যা
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
March 12, 2025 7:38 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Basanta Utsav 2025: যাদবপুরের অশান্তির ইফেক্ট বসন্ত উৎসবে! লেডিস ক্লাবের সদস্যদের মুখে বিষাদের সুর