বাইক আরোহীর থেকে ছিনতাইয়ের চেষ্টা, বাধা দিতেই ২ নাবালকের মারাত্মক কাণ্ড! গ্রেফতার করল পুলিশ
- Published by:Sneha Paul
- hyperlocal
- Reported by:Suman Saha
Last Updated:
Baruipur Robbery: বাইক আরোহীর থেকে ছিনতাইয়ের চেষ্টা। এলাকাবাসীর আগমন দেখে চম্পট দেওয়ার চেষ্টা নাবালক দুষ্কৃতীদলের। বেপরোয়াভাবে বাইক নিয়ে চম্পট দিলেও স্থানীয়রা নাবালক দুষ্কৃতীদের ধরে ফেলে
বারুইপুর, সুমন সাহাঃ প্রতিদিনের মতো বাইক নিয়ে বাড়ি ফিরছিলেন মহম্মদ মেহবুব নামে এক ব্যক্তি। সেই সময় মেহবুবের বাইকের কাছে একটি বাইক এসে দাঁড়ায়। হঠাৎ মেহবুবের থেকে ছিনতাইয়ের চেষ্টা করে ওই দুষ্কৃতীদের দল। ছিনতাইয়ে বাধা দেওয়ায় ধারালো অস্ত্র দিয়ে ওই ব্যক্তিকে আহত করেন দুষ্কৃতীরা।
আহতের চিৎকারে এলাকাবাসী ঘটনাস্থলে ছুটে আসেন। এলাকাবাসীদের আগমন দেখে ঘটনাস্থল থেকে চম্পট দেওয়ার চেষ্টা করে নাবালক দুষ্কৃতীদের দল। বেপরোয়াভাবে বাইক নিয়ে চম্পট দিলেও স্থানীয়রা ওই নাবালক তাঁদের ধরে ফেলে। এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। কুলপি রোডের মালঞ্চ এলাকায় বারুইপুর ও সোনারপুর থানার বর্ডার অঞ্চলে ঘটনাটি ঘটেছে।
আরও পড়ুনঃ একসময় ছিল ব্যাপক কদর, এখন একদিনের জন্যই বেঁচে থাকা! অস্তিত্বের সংকটে বাঙালির নস্ট্যালজিয়া
জানা গিয়েছে, ধৃত নাবালক দুষ্কৃতীদের বাড়ি মল্লিকপুর এলাকায়। ইতিমধ্যেই সোনারপুর থানার পুলিশ অভিযুক্ত দুই নাবালককে গ্রেফতার করেছে। অভিযুক্তদের বিরুদ্ধে অস্ত্র আইনে এবং ছিনতাইয়ের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্তদের সোমবার দুপুরে বারুইপুর মহকুমা আদালতে পেশ করবে সোনারপুর থানার পুলিশ।
advertisement
advertisement
এই বিষয়ে বারুইপুর এসডিপিও অভিষেক রঞ্জন বলেন, গতকাল বাইক নিয়ে এক অ্যাপ ক্যাব বাইক চালকের কাছ থেকে ছিনতাই করার চেষ্টা করা হয়। ছিনতাইয়ে বাধা দেওয়ার কারণে ওই নাবালক দুষ্কৃতীদের দল মহম্মদ মেহবুব নামে ওই ব্যক্তির উপর ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
আক্রান্ত বলেন, আমি অ্যাপ ক্যাব সংস্থায় বাইক চালাই। প্রতিদিনের মতো আমি যখন বাইক নিয়ে বাড়ি ফিরছিলাম সেই সময় আমার পাশ থেকে একটি বাইক যাচ্ছিল। তখনও বুঝতে পারিনি ওঁরা ছিনতাইবাজ। এরপর আমার বাইকের হ্যান্ডেল ধরে আমার ফোন নেওয়ার চেষ্টা করে ওই দুষ্কৃতীদের দল। আমি বাধা দেওয়ায় ধারালো অস্ত্র দিয়ে পিঠে আঘাত করে। আমি তখন সাহায্যের জন্য চিৎকার শুরু করি। আমার চিৎকার শুনে স্থানীয়রা সাহায্যের জন্য ছুটে আসেন এবং ওই দুষ্কৃতীদের ধরে ফেলেন। দুই নাবালকের এই কীর্তি দেখে হতবাক এলাকাবাসী থেকে শুরু করে পুলিশ।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
September 15, 2025 2:37 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
বাইক আরোহীর থেকে ছিনতাইয়ের চেষ্টা, বাধা দিতেই ২ নাবালকের মারাত্মক কাণ্ড! গ্রেফতার করল পুলিশ