আরাবুল ইসলামের জামিনের আবেদন খারিজ করল বারুইপুর আদালত

Last Updated:

পঞ্চায়েত নির্বাচনের আগেই জমি রক্ষা কমিটির সদস্য বনাম আরাবুল বাহিনীর লড়াইয়ে উত্তপ্ত হয়ে উঠেছিল ভাঙড় ৷ এই হামলার জেরেই মৃত্যু হয়েছিল জমিরক্ষা কমিটির সদস্য হাফিজুল মোল্লা ৷

#বারুইপুর: পঞ্চায়েত নির্বাচনের আগেই জমি রক্ষা কমিটির সদস্য বনাম আরাবুল বাহিনীর লড়াইয়ে উত্তপ্ত হয়ে উঠেছিল ভাঙড় ৷ এই হামলার জেরেই মৃত্যু হয়েছিল জমিরক্ষা কমিটির সদস্য হাফিজুল মোল্লা ৷ এই ঘটনায় অভিযুক্ত আরাবুল ইসলামকে মুখ্যমন্ত্রীর নির্দেশে গ্রেফতার করে পুলিশ ৷ মঙ্গলবার আরাবুল ইসলামের জামিনের আবেদনই খারিজ করল বারুইপুর আদালত ৷
মঙ্গলবার ১০ দিনের পুলিশ হেফাজতের পর আরাবুল ইসলামকে আবারও বারুইপুর মহকুমা আদালতে পেশ করার কথা ছিল ৷ কিন্তু দু’দিন আগেই গুরুতর অসুস্থ হয়ে পড়েন আরাবুল ৷ কলকাতার এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন তিনি ৷ তাই আরাবুলের অনুপস্থিতিতে এদিন তাঁর আইনজীবীরা বিচারকের কাছে জামিনের আবেদন করেন ৷ আরাবুলের হয়ে আইনজীবীরা সওয়াল করলেও বারুইপুর আদালতের জুডিসয়াল ম্যাজিস্ট্রেট দেবাঙ্গি রাই আরাবুলের জামিনের আবেদন নাকচ করে দেন ৷ একইসঙ্গে সুস্থ হয়ে আরাবুলকে আদালতে হাজির করার নির্দেশ দেন তিনি ৷
advertisement
পঞ্চায়েত নির্বাচনের আগে ভাঙড়ে জমি কমিটির সদস্যদের উপর আচমকাই হামলা চালায় আরাবুল বাহিনী ৷ তাদের উপরে এলোপাথাড়ি গুলি চালানোর অভিযোগ ওঠে আরাবুল বাহিনীর বিরুদ্ধে ৷ দু’পক্ষই হাতাহাতিতে জড়িয়ে পড়ে ৷ এরপর বাকিরা কোনওরকমে এলাকা ছেড়ে পালিয়ে গেলেও আরাবুল বাহিনীর একজনকে পাকরাও করে জমি কমিটির সদস্যরা ৷ আরাবুল ঘনিষ্ট ওই অভিযুক্ত ব্যক্তির নাম মোকারেম ৷ সেই হামলার জেরেই আরাবুল বাহিনীর গুলিতে নিহত হয়েছিলেন জমি কমিটির আন্দোলনকারী হাফিজুল মোল্লা ৷
advertisement
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
আরাবুল ইসলামের জামিনের আবেদন খারিজ করল বারুইপুর আদালত
Next Article
advertisement
'আমি শিবভক্ত, সব বিষ গিলে নিই...', অসমের জনসভায় বললেন মোদি, তাঁর 'রিমোট কন্ট্রোল' কে? চিনিয়ে দিলেন প্রধানমন্ত্রী!
'আমি শিবভক্ত, সব বিষ গিলে নিই...', 'রিমোট কন্ট্রোল' কে? অসমের জনসভায় চিনিয়ে দিলেন মোদি
  • অসমের জনসভায় কংগ্রেসকে তীব্র ভাষায় আক্রমণ করলেন প্রধানমন্ত্রী

  • মোদি বলেন, জনগণই তাঁর আসল প্রভু এবং তাঁর ও ‘রিমোট কন্ট্রোল বা নিয়ন্ত্রক’

  • অসমের দরং ও গোলাঘাটে ১৮,৫৩০ কোটি টাকার প্রকল্পের উদ্বোধন

VIEW MORE
advertisement
advertisement