Mama-Bhagna: ভাগ্নে রেহাই পেলেও মামার শেষ রক্ষা হল না ! বর্ধমানে কী ঘটল দেখুন
- Published by:Pooja Basu
- hyperlocal
- Reported by:Bonoarilal Chowdhury
Last Updated:
শত চেষ্টা করেও মামাকে উদ্ধার করতে পারেনি ভাগ্নে। ঘটনাটি ঘটেছে কালনা থানার অন্তর্গত ধাত্রীগ্রামের পিয়ারিনগর জিবিএম ঘাটে।
পূর্ব বর্ধমান: গঙ্গা স্নান করতে এসেছিল মামা – ভাগ্নে একসঙ্গে। তবে তারপর যা ঘটল জানলেই চমকে যাবেন। গঙ্গা স্নান করতে এসে জলের মধ্যেই তলিয়ে গেল মামা। মামার চিন্তায় একেবারে কাতর হয়ে পড়েছে ভাগ্নে। এদিন পূর্ব বর্ধমানের কালনায় ঘটে গেল এক মর্মান্তিক দূর্ঘটনা। বাড়ির পুজোকে কেন্দ্র করে কালনার ভাগীরথিতে বর্ধমান থেকে বাইকে করে স্নান করতে এসেছিল দুই যুবক। জানা গিয়েছে সম্পর্কে দুজনে মামা ভাগ্নে।
“আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন”
তবে ভাগীরথিতে স্নান করতে নেমে হঠাৎই তলিয়ে যায় মামা। শত চেষ্টা করেও মামাকে উদ্ধার করতে পারেনি ভাগ্নে। ঘটনাটি ঘটেছে কালনা থানার অন্তর্গত ধাত্রীগ্রামের পিয়ারিনগর জিবিএম ঘাটে।
advertisement
advertisement
এই প্রসঙ্গে ভাগ্নে সায়ন বিশ্বাস জানিয়েছে, “বর্ধমান থেকে আমরাবাড়ির পুজোর জন্য গঙ্গা জল নিতে এসেছিলাম। একসঙ্গেই স্নান করছিলাম, তারপর আমি জল থেকে উপরে উঠে আসি গঙ্গা জল নেওয়ার জায়গাটা নিতে। তারপরই পরই যখন আমি জলের জায়গা নিয়ে যাচ্ছি তখন দেখছি আমাকে বলছে বাঁচা বাঁচা। তারপর আমি চিৎকার করে লোকজন ডাকি, ওকে গামছা ছুঁড়ে বাঁচানোর অনেক চেষ্টা করি কিন্তু তারপর আর পারিনি।”
advertisement
জানা গিয়েছে, মামা অর্থাৎ তলিয়ে যাওয়া যুবকের নাম রোহিত দেবনাথ। তার বাড়ি বর্ধমানের কালনা গেট নারী মোড় এলাকায়। সে বর্ধমান রাজ কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র। এই ঘটনার জেরে স্বভাবতই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। স্থানীয়রা চাইছেন যেন অতি শীঘ্রই এই ঘাট সংস্কার করা হয়। কারণ এই ঘাটে এর আগেও দূর্ঘটনা ঘটেছে।
বনোয়ারীলাল চৌধুরী
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 30, 2025 3:57 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Mama-Bhagna: ভাগ্নে রেহাই পেলেও মামার শেষ রক্ষা হল না ! বর্ধমানে কী ঘটল দেখুন