Bardhaman Station: বর্ধমান স্টেশনে দুর্ঘটনায় আহতদের দেখতে গেলেন রাজ্যপাল, ঘুরে দেখলেন দুর্ঘটনাস্থল

Last Updated:

Bardhaman Station: বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে জেলা প্রশাসন ও বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালের কর্তাব্যক্তিরা উপস্থিত ছিলেন

বর্ধমান স্টেশনে দুর্ঘটনায় আহতদের দেখতে গেলেন রাজ্যপাল
বর্ধমান স্টেশনে দুর্ঘটনায় আহতদের দেখতে গেলেন রাজ্যপাল
বর্ধমান: বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে বর্ধমান স্টেশনে আহতদের সঙ্গে দেখা করলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি রয়েছেন ২৮ জন। তাঁদের দেখার পাশাপাশি তাঁদের চিকিৎসার ব্যাপারে বিস্তারিত খোঁজ খবর নেন রাজ্যপাল। সে সময় বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে জেলা প্রশাসন ও বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালের কর্তাব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এরপর বর্ধমান স্টেশনে গিয়ে দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন তিনি। বুধবার বর্ধমান রেল স্টেশনে জলাধার ভেঙে ভয়াবহ দুর্ঘটনা ঘটে। দুই এবং তিন নম্বর প্ল্যাটফর্মে থাকা জলাধারটি হঠাৎই বিকট শব্দে ভেঙে পড়ে। সে সময় তার নিচে ট্রেনের অপেক্ষায় ছিলেন অনেক যাত্রী। এই দুর্ঘটনায় এক মহিলা সহ তিনজন যাত্রী মারা যান। আহত হন অনেকে। তাদের মধ্যে ২৮ জনকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
advertisement
তাঁদেরই এদিন সন্ধ্যায় দেখতে আসেন রাজ্যপাল। এদিন সকালেই বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে এসে আহতদের চিকিৎসার ব্যাপারে খোঁজখবর নেন পূর্ব বর্ধমানের জেলা শাসক পূর্ণেন্দু মাজি। তিনি জানান, চিকিৎসকরা যেভাবে কাজ করছেন তা সন্তোষজনক। রাজ্যপাল আসার আগে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে পৌঁছান রাজ্য সরকারের মন্ত্রী স্বপন দেবনাথ। তাঁর সঙ্গে ছিলেন বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস।
advertisement
advertisement
মন্ত্রী স্বপন দেবনাথ বলেন, রেলের গাফিলতিতে বার বার দুর্ঘটনা ঘটছে। যাত্রীদের প্রাণ যাচ্ছে। এর আগে বর্ধমান রেলস্টেশনের এক অংশ ভেঙে পড়েছিল আমরা সে সময় সারারাত ধরে সেখানে ছিলাম। এবার জলের ট্যাঙ্ক ভেঙে পড়ল। তাতে আবার তিনজনের মৃত্যু হল।
advertisement
রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সব সময় মানুষের পাশে রয়েছেন। আমরা রাজ্য সরকারের পক্ষ থেকে নিহতদের পরিবারের সদস্যকে দু লক্ষ টাকা ও আহতদের ৫০ হাজার টাকার চেক তুলে দিলাম।
এদিন রাজ্যপাল আসার খবর আসতেই বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে পুলিশ ও প্রশাসনের মধ্যে ব্যাপক তৎপরতা দেখা যায়। হাসপাতাল জুড়ে করা নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছিল।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bardhaman Station: বর্ধমান স্টেশনে দুর্ঘটনায় আহতদের দেখতে গেলেন রাজ্যপাল, ঘুরে দেখলেন দুর্ঘটনাস্থল
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement