Bardhaman Toto Problem: নিয়ম মানছেন না টোটো চালকরা, যানজটে জেরবার শহরের বাসিন্দারা

Last Updated:

Bardhaman Toto Problem: প্রতিদিন যানজটের দুর্ভোগ পোহাতে হচ্ছে বাসিন্দাদের। পথচলতি মানুষ এ জন্য দুষছেন প্রশাসনকেই

বর্ধমান শহরে বৈধ টোটোর তুলনায় অনেক বেশি টোটো চলাচল করে বলে অভিযোগ
বর্ধমান শহরে বৈধ টোটোর তুলনায় অনেক বেশি টোটো চলাচল করে বলে অভিযোগ
বর্ধমান : ‘টোটোর শহরে’ পরিণত হয়েছে বর্ধমান। টোটো চলাচল নিয়ন্ত্রণে আনতে বেশ কিছু পদক্ষেপ নিয়েছিল বর্ধমান পুরসভা এবং জেলা প্রশাসন। কিন্তু সে সব নিয়মের কোনও তোয়াক্কাই করছেন না টোটোচালকরা। তার ফলে প্রতিদিন যানজটের দুর্ভোগ পোহাতে হচ্ছে বাসিন্দাদের। পথচলতি মানুষ এ জন্য দুষছেন প্রশাসনকেই। তাঁদের দাবি, অবিলম্বে টোটো চলাচলে শৃঙ্খলা ফেরানো হোক।
বর্ধমান শহরে বৈধ টোটোর তুলনায় অনেক বেশি টোটো চলাচল করে বলে অভিযোগ। শহরে চার হাজারের কাছাকাছি বৈধ টোটো রয়েছে। সেখানে এই শহরে দশ হাজার টোটো চলে বলে অভিযোগ। যদিও পুরসভার দাবি, বেআইনি টোটো অনেকটাই নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছে।
টোটো চলাচলে নিয়ন্ত্রণ আনতে রুট ভাগের পরিকল্পনা নিয়েছিল জেলা প্রশাসন। বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাসের উদ্যোগে লটারি করে টোটোর রুট ভাগ করা হয়। যদিও টোটো চালকদের আপত্তিতে সেই রুট ভাগ কার্যকর করতে পারেনি পুরসভা বা প্রশাসন।
advertisement
advertisement
এরপর শহরের ৩৬০০ টোটোকে দু’ ভাগে ভাগ করা হয়। ঠিক হয় অর্ধেক টোটো ভোর থেকে বেলা দুটো পর্যন্ত চলবে। বাকি সময় চলবে বাকি অর্ধেক টোটো। সেই মতো টোটোগুলিকে নীল সাদা ও নীল সবুজ রঙে বিভক্ত করা হয়। এ মাসে নীল সাদা টোটো দিনের বেলায় চললে পরের মাসে দিনের বেলায় সবুজ সাদা টোটো চলবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু দেখা যাচ্ছে,সেই নিয়মও মানছেন না টোটো চালকরা। অভিযোগ, সকাল সন্ধ্যা সব সময় সব টোটোই চলাচল করছে। তার ফলে শহরের গুরুত্বপূর্ণ রাস্তা গুলি যানজটে অবরুদ্ধ হয়ে থাকছে। মুমূর্ষু রোগীকে নিয়ে আটকে যাচ্ছে অ্যাম্বুল্যান্স।
advertisement
নিয়ম যে মানা হচ্ছে না তা স্বীকার করে নিয়েছেন টোটো চালকরাও। অভিযোগ, অনেকে আবার টোটোয় রোগী থাকার মিথ্যা অজুহাত দেখাচ্ছেন। শহরের বাসিন্দারা বলছেন, প্রশাসনের গাফিলতিতেই টোটো চলাচলে নিয়ন্ত্রণ আনা যাচ্ছে না।এ ব্যাপারে বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস বলেন ‘‘ খুব তাড়াতাড়ি টোটো চলাচলে শৃঙ্খলা ফেরাতে উদ্যোগী হবে প্রশাসন।’’ বর্ধমান পুরসভার চেয়ারম্যান পরেশ চন্দ্র সরকার বলেন, ‘‘বেআইনি টোটো চলাচল কমানো সম্ভব হয়েছে। বাকি টোটোগুলি যাতে নিয়ম মেনে চলে তার উদ্যোগ নেওয়া হবে।’’
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bardhaman Toto Problem: নিয়ম মানছেন না টোটো চালকরা, যানজটে জেরবার শহরের বাসিন্দারা
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement