শীত পড়তেই বেআইনি চোলাই মদের রমরমা কারবার শুরু, বাজেয়াপ্ত ৮০ লিটার মদ

Last Updated:

বেআইনিভাবে চোলাই মদ তৈরির অভিযোগে তিনজনকে গ্রেফতার করা হয়েছে। প্রচুর চোলাই মদ নষ্ট করা হয়েছে। বেশ কিছু মদ তৈরির সরঞ্জাম বাজেয়াপ্ত করা হয়েছে।

Saradindu Ghosh
#বর্ধমান: শীতের মরশুম শুরু হতেই পূর্ব বর্ধমান জেলার বেশ কিছু এলাকায় বেআইনি চোলাই মদের রমরমা কারবার শুরু হয়েছে বলে অভিযোগ উঠেছে। সেই কারবার বন্ধ করতে অভিযানে নেমেছে পুলিশ। সেই অভিযানে নেমে বড়সড় সাফল্য পেল পূর্ব বর্ধমান জেলার ভাতার থানার পুলিশ। বেআইনিভাবে চোলাই মদ তৈরির অভিযোগে তিনজনকে গ্রেফতার করা হয়েছে। প্রচুর চোলাই মদ নষ্ট করা হয়েছে। বেশ কিছু মদ তৈরির সরঞ্জাম বাজেয়াপ্ত করা হয়েছে।
advertisement
দীপাবলির আগে বরাবরই চোলাই মদ তৈরি রমরমা আকার নেয়। তাই আপাতত দীপাবলি পর্যন্ত ধারাবাহিকভাবে চোলাই মদের বিরুদ্ধে অভিযান চালানো হবে বলে আবগারি দফতর ও জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে। পূর্ব বর্ধমান গলসি, রায়না, খণ্ডঘোষ, মেমারি বর্ধমান শহরের আশপাশ এলাকায় আউশগ্রামে শীতকালে চোলাই মদের রমরমা কারবার চলে। অভিযোগ, রাজ্যে বিষ মদে মৃত্যুর ঘটনা ঘটলে নড়েচড়ে বসে পুলিশ, আবগারি দফতর। ধরপাকড় চলে কিছুদিন। তারপর আবার সব থিতিয়ে যায়। ধারাবাহিকতার অভাবে জাঁকিয়ে বসে চোলাই মদের রমরমা কারবার। এ বার অবশ্য শীত পড়তেই অভিযানে নেমেছে পুলিশ।
advertisement
advertisement
পূর্ব বর্ধমান জেলার ভাতারের বড়বেলুন গ্রামে ঘটা করে ধুমধামের সঙ্গে কালীপুজো অনুষ্ঠিত হয়। এখানের মা কালী বড় মা নামে খ্যাত। বড় মায়ের পুজোয় দূর-দূরান্ত থেকে বহু পূর্ণার্থী ভিড় করেন। লুকিয়ে চুরিয়ে চোলাই মদের কারবার চলে বলে অভিযোগ ওঠে। সেই বড়বেলুন এলাকায় চোলাই মদ তৈরি হচ্ছে বলে সূত্র মারফত খবর পায় পুলিশ। এই তথ্যের ভিত্তিতে অভিযান চালায় ভাতার থানার পুলিশ। অভিযান চালিয়ে বড় বেলুন গ্রাম থেকে বেআইনিভাবে চোলাই মদ তৈরির অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেফতার করল ভাতার থানার পুলিশ। পাশাপাশি ভাতারের বড় পোশলা গ্রাম থেকে চোলাই মদ তৈরির অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। ধৃত তিন জনকে এ দিন বর্ধমান আদালতে তোলা হয় । তাদের কাছ থেকে প্রায় ৮০ লিটার মদ উদ্ধার করেছে ভাতার থানার পুলিশ। ধৃত তিনজনের নাম নিমাই দুলে, বিপদ দুলে ও সাধন দাস। প্রথম দুজনের বাড়ি বড়বেলুন ও সাধন দাস বাড়ি বড় পোশলা গ্রামে ।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
শীত পড়তেই বেআইনি চোলাই মদের রমরমা কারবার শুরু, বাজেয়াপ্ত ৮০ লিটার মদ
Next Article
advertisement
West Bengal Weather Update: ফিরছে জাঁকিয়ে শীত, দক্ষিণবঙ্গে ফের নামবে তাপমাত্রা ! ঠান্ডা বাড়বে গোটা রাজ্যেই
ফিরছে জাঁকিয়ে শীত, দক্ষিণবঙ্গে ফের নামবে তাপমাত্রা ! ঠান্ডা বাড়বে গোটা রাজ্যেই
  • দক্ষিণবঙ্গে আগামী দু’দিন সর্বনিম্ন তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমবে

  • ফিরছে শীত

  • জাঁকিয়ে ঠান্ডা গোটা রাজ্যেই

VIEW MORE
advertisement
advertisement