মুখ্যমন্ত্রীর কাছে সরাসরি আর্জি, 'মাদার অ্যান্ড চাইল্ড হাব গড়তে উদ্যোগী বর্ধমান মেডিক্যাল
- Published by:Rukmini Mazumder
- news18 bangla
- Written by:Saradindu Ghosh
Last Updated:
'মাদার অ্যান্ড চাইল্ড হাব' তৈরিতে উদ্যোগী বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতাল। এই হাব তৈরির চূড়ান্ত সম্মতি চেয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আবেদন জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ
#বর্ধমান: 'মাদার অ্যান্ড চাইল্ড হাব' তৈরিতে উদ্যোগী বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতাল। এই হাব তৈরির চূড়ান্ত সম্মতি চেয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আবেদন জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। এই পরিকল্পনা বাস্তবায়িত হলে আরও বেশি প্রসূতি ও শিশুকে উন্নত চিকিৎসা পরিষেবা দেওয়া সম্ভব হবে বলে জানিয়েছে বর্ধমান মেডিকাল কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষ।
সোমবার প্রতিটি জেলার স্বাস্থ্য দফতরের আধিকারিকদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই বৈঠকেই বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালের সুপার তাপস ঘোষ এই 'মাদার অ্যান্ড চাইল্ড হাব' তৈরির প্রস্তাব দেন। স্বাস্থ্য দফতরের সচিবকে বিষয়টি দেখার পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী।
বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালের সুপার তাপস ঘোষ বলেন, '' শুধু পূর্ব বর্ধমান জেলা নয়, আশপাশের সব জেলা থেকেই প্রসূতিরা এখানে আসেন। অনেক সময় বেড পাওয়া নিয়ে সমস্যা হয়। তাঁদের জন্য 'মাদার অ্যান্ড চাইল্ড হাব' তৈরি হলে খুবই ভাল হবে।''
advertisement
advertisement
বর্ধমান মেডিক্যাল সূত্রে জানা গিয়েছে, রোগীর চাপের কারণে সবসময় প্রসূতিদের বেড দেওয়া যেমন সম্ভব হয় না, তেমনই উন্নত পরিষেবা দেওয়ার ক্ষেত্রটিও মাঝে মধ্যে উপেক্ষিত হচ্ছে বলে অভিযোগ ওঠে। 'মাদার অ্যান্ড চাইল্ড হাব' হলে সেখানে উন্নত পরিকাঠামোর পাশাপাশি বাড়তি ডাক্তার-নার্স মিলবে। ফলে আরও ভালো পরিষেবা দেওয়া সম্ভব হবে।
প্রসঙ্গত, বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালে 'মাদার অ্যান্ড চাইল্ড হাব' তৈরির প্রস্তাব নতুন নয়। এক দশক আগেই এই নিয়ে ভাবনা-চিন্তা শুরু হয়েছিল এবং সে-কাজ গতিও পেয়েছিল। কিন্তু জমি সমস্যার কারণে সেই কাজ তখন আটকে যায়। বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালের তরফ থেকে মুখ্যমন্ত্রীকে জানানো হয়েছে, জমির আর কোনও সমস্যা নেই। বর্ধমান মেডিক্যালের নিজস্ব জমিতেই এই 'মাদার অ্যান্ড চাইল্ড হাব' গড়ে তোলা যেতে পারে। রাজ্য স্বাস্থ্য দফতরের সবুজ সংকেত পাওয়া গেলেই এই কাজের প্রস্তুতি শুরু করা যাবে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 22, 2022 10:50 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
মুখ্যমন্ত্রীর কাছে সরাসরি আর্জি, 'মাদার অ্যান্ড চাইল্ড হাব গড়তে উদ্যোগী বর্ধমান মেডিক্যাল