Bengal Election 2021 : ‘বিজেপি ক্ষমতায় না এলে জুতোই পরব না’- ১৮ বছর ধরে ধনুর্ভাঙা পণ নীলমণির!

Last Updated:

"আমার বিশ্বাস বিজেপি রাজ্যে ক্ষমতায় আসছে। তখন দলের মুখ্যমন্ত্রীর কাছ থেকে জুতো উপহার পেয়েই আমি জুতো পরা চালু করব"।

#বর্ধমান : হ্যাঁ! ঠিকই শুনেছেন। আর সবকিছু পরলেও, জুতো পরেন না তিনি। থাকেন খালি পায়ে। শধুমাত্র পছন্দের রাজনৈতিক দলের প্রতি ভালবাসা থেকে এক অভিনব পণ করেছেন কেতুগ্রামের বিজেপি (BJP) কর্মী নীলমণি দানা। "বিজেপি ক্ষমতায় না এলে জুতো পরবেন না কিছুতেই।" যেমন কথা তেমন কাজ। বিগত ১৮ বছর ধরে তাই এমনই জীবনধারা বেছে নিয়েছেন নীলমনি। সব জায়গাতেই যাচ্ছেন, সবই করছেন, কিন্তু সম্পূর্ণ খালি পায়ে। এমনকি বিজেপির বুথভিত্তিক কর্মীসম্মেলনেও যোগ দেন তিনি। কিন্তু কখনোই তাঁকে জুতো পায়ে দেখা যায় না।
৪৬ বছর বয়সি নীলমণি দানা কেতুগ্রামের নিরোল গ্রামের বাসিন্দা। আর পাঁচজন নিম্ন মধ্যবিত্ত পরিবারের ছাপোষা মানুষের মতোই জীবন কাটান পেশায় ধূপকাঠি বিক্রেতা নীলমণি। অভাবের সংসারে স্বামীকে সাহায্য করতে কাঁথা স্টিচের কাজ করেন নীলমণির স্ত্রী, রাখি। এক মেয়ে ও এক ছেলে নিয়ে তাঁদের সংসার। বছর ১৬-র মেয়ে সুমনা নিরোল উচ্চ বিদ্যালয়ে একাদশ শ্রেণীতে এবং ১০ বছর বয়সী ছেলে সুশোভন ষষ্ঠ শ্রেণীতে পড়াশুনা করে।
advertisement
জুতো না পরার স্বামীর, এই অদ্ভূত পণ প্রসঙ্গে স্ত্রী রাখিদেবী জানান- ‘উনি মেয়ের জন্মের আগে থাকতেই জুতো পরতেন না। প্রথম প্রথম আমার খারাপ লাগত, কারণ জানতে চাইতাম। কিন্তু উনি বিশেষ কিছুই বলতেন না। তবে প্রথমে খারাপ লাগলেও, রাখির চোখেও এখন বিষয়টা "স্বাভাবিক হয়ে গেছে"।
advertisement
এমনকি দলের তরফে বিজেপির বর্ধমান পূর্ব(গ্রামীণ) জেলা কমিটির সভাপতি কৃষ্ণ ঘোষ বহুবার তাঁকে জুতো পরার অনুরোধ করা সত্বেও তাঁর অনুরোধ ফিরিয়ে দেন নীলমণি। শীত, গ্রীষ্ম, বর্ষা গোটা ১৮ টা বছর জুতো না পরেই কাটিয়ে দিলেন তিনি। নীলমণিবাবু জানান, "বাংলায় বিধানসভা নির্বাচনে বিজেপি ক্ষমতায় না এলে জুতো পরব না। আমার বিশ্বাস বিজেপি রাজ্যে ক্ষমতায় আসছে। তখন দলের মুখ্যমন্ত্রীর কাছ থেকে জুতো উপহার পেয়েই আমি জুতো পরা চালু করব- এটাই ইচ্ছা আমার"।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bengal Election 2021 : ‘বিজেপি ক্ষমতায় না এলে জুতোই পরব না’- ১৮ বছর ধরে ধনুর্ভাঙা পণ নীলমণির!
Next Article
advertisement
West Bengal Weather Update: সপ্তাহভর শীতের ঝোড়ো ব্যাটিং, রাজ্যে জাঁকিয়ে ঠান্ডা আর কত দিন থাকবে? জেনে নিন
সপ্তাহভর শীতের ঝোড়ো ব্যাটিং, রাজ্যে জাঁকিয়ে ঠান্ডা আর কত দিন থাকবে? জেনে নিন
  • সপ্তাহভর শীতের ঝোড়ো ব্যাটিং

  • রাজ্যে জাঁকিয়ে ঠান্ডা আর কত দিন থাকবে?

  • কলকাতায় তাপমাত্রার পারদ নেমে গিয়েছে ১০ ডিগ্রি সেলসিয়াসের ঘরে

VIEW MORE
advertisement
advertisement