North 24 Parganas News: সীমান্তে এখনও বহু জায়গায় বসেনি কাঁটা তারের বেড়া, সমস্যায় প্রান্তিক এলাকার মানুষেরা

Last Updated:

পশ্চিমবঙ্গ সরকার সহযোগিতা না করার ফলে বাংলাদেশের সঙ্গে সীমান্তের ৪৩৫.৫০৪ কিলোমিটার অঞ্চলে বেড়া বসানো যাচ্ছে না। সুপ্রিম কোর্টে হলফনামা দিয়ে সে কথা জানিয়েছে কেন্দ্র।

+
সীমান্তে

সীমান্তে কাঁটাতারের বেড়া

উত্তর ২৪ পরগনা: বাংলার জন্য আটকে রয়েছে সীমান্তে কাঁটাতার দিয়ে সীমান্ত ঘেরার কাজ! ইতিমধ্যেই সুপ্রিম কোর্টে হলফনামা দিয়ে সে কথা জানিয়েছে কেন্দ্র। স্বরাষ্ট্র সচিব অজয় কুমার ভাল্লা দেশের শীর্ষ আদালতে হলফনামা দিয়ে ছিলেন জাতীয় নিরাপত্তার স্বার্থে বাংলাদেশ থেকে অনুপ্রবেশ বন্ধ করা অত্যন্ত প্রয়োজন। সেক্ষেত্রে পশ্চিমবঙ্গ সরকার সহযোগিতা না করার ফলে বাংলাদেশের সঙ্গে সীমান্তের ৪৩৫.৫০৪ কিলোমিটার অঞ্চলে বেড়া বসানো যাচ্ছে না।
তেমনই, উত্তর ২৪ পরগনা জেলার বনগাঁ সীমান্তে প্রায় ৯০ থেকে ৯২ কিলোমিটার কাঁটাতার থাকলেও, বহু জায়গায় এখনও কাঁটাতার বসানো হয়ে ওঠেনি। অতীতে বনগাঁর পেট্রাপোল, ফিরোজপুর, কালিয়ানি সহ অন্যান্য সীমান্ত দিয়ে অনুপ্রবেশ, পাচার সহ মানব পাচারেরও অভিযোগ উঠে এসেছে। সীমান্ত লাগোয়া গ্রামের বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, একাধিক কারণে গ্রামের অনেক জায়গায় এখনও কাঁটাতার নেই। সীমান্তবর্তী শহরে এর ফলে বাড়ছে অসামাজিক কার্যকলাপ এমনটাই অভিযোগ। কিন্তু, সীমান্তে সর্বত্র কাঁটাতার দেওয়া নিয়ে রাজনৈতিক চাপানউতোর চললেও এখনও মিলছে না কোন স্থায়ী সমাধান।
advertisement
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
তবে সীমান্ত এলাকার মানুষদের দাবি যত দ্রুত হোক কেন্দ্র বা রাজ্য এই সমস্যার সমাধান করুক।
Rudra Nrayan Roy
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
North 24 Parganas News: সীমান্তে এখনও বহু জায়গায় বসেনি কাঁটা তারের বেড়া, সমস্যায় প্রান্তিক এলাকার মানুষেরা
Next Article
advertisement
Birbhum News: তিন বছরের প্রেম, বিয়ে করলেন নমিতা-সুস্মিতা! ভিড় উপচে পড়ল দুবরাজপুরের শিব মন্দিরে
তিন বছরের প্রেম, বিয়ে করলেন নমিতা-সুস্মিতা! ভিড় উপচে পড়ল দুবরাজপুরের শিব মন্দিরে
  • সামাজিক মাধ্যমে শুরু হয়েছিল পরিচয়, তারপর গড়ে ওঠে গভীর প্রেম। সেই সম্পর্কের বাঁধন এবার রূপ নিল বিবাহে। বীরভূমের দুবরাজপুরে শিব মন্দিরে সাতপাক ঘুরে নয়, সিঁথিতে সিঁদুর পরিয়ে পরস্পরের জীবনসঙ্গী হলেন দুই মহিলা৷

VIEW MORE
advertisement
advertisement